প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিনে বিজেপির রেকর্ড কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/09/2021   শেষ আপডেট: 17/09/2021 11:32 a.m.
নরেন্দ্র মোদী instagram.com/narendramodi

প্রধানমন্ত্রীর জন্মদিনটি 'জাতীয় বেকারত্ব দিবস' পালনের ডাক যুব কংগ্রেসের

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭১ তম জন্মদিন। সেই সঙ্গে আগামী ৭ অক্টোবর তিনি তাঁর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করবেন। বিজেপির (BJP) তরফে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি শ্রীমোদীর ২০ বছরের প্রশাসক জীবনকে স্মরণীয় করে তুলতে আগামী ২০ দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর গৌরবগাথা তুলে ধরার কথা জানিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।

নমোর জন্মদিন উপলক্ষে আজ বারানসীর ভারতমাতা মন্দিরে ৭১ হাজার প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। 'মোদীজি ধন্যবাদ' লেখা অন্তত ১৪ কোটি রেশনব্যাগ এদিন বিতরণ করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর ছবি-সহ পাঁচ কোটি পোস্ট কার্ড দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে পাঠানো হবে বলে জানা গেছে। এর পাশাপাশি ২০ বছরের প্রশাসনিক জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মসূচি বিজেপির তরফে 'সেবা ও সমর্পণ কর্মসূচি' নামে পালিত হবে। স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির-সহ নানান জনমুখী কাজের মধ্যে দিয়ে দেশের প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিনটিকে স্মরণীয় করতে রাখতে চায় কেন্দ্রের বিজেপি দল। উত্তরপ্রদেশের ৭১ টি জায়গায় গঙ্গা সাফাই অভিযানে নামবেন বিজেপির কর্মীরা।

উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন ২০ দিন ধরেই গোটা রাজ্যে পালিত হবে। নমো অ্যাপের মাধ্যমে বিজেপির বিভিন্ন গৌরবের কথা দেখানো হবে। চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। হবে কুইজ প্রতিযোগিতা। বিজেপির সব নেতাদের এই সব অনুষ্ঠানে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিজেপির তরফে মোদীর জন্মদিন ভ্যাকসিন ডে হিসেবে পালন করতে চাইছে বিজেপি। আজ গোটা দেশে রেকর্ড টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য গতকাল বলেছেন, আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন। তাই গোটা দেশে দিনটি ভ্যাকসিন ডে হিসেবে পালন করা হবে। প্রধানমন্ত্রীর জন্মদিনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজভবনে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালন করেছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর এই জন্মদিনটি কংগ্রেসের যুব শাখার তরফে 'জাতীয় বেকারত্ব দিবস' হিসেবে পালনের ডাক দেওয়া হয়েছে। যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বলেছেন, "মোদী সরকার বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। তা পালনে ব্যর্থ। আজ গোটা দেশে বেকারত্ব দিবস পালিত হোক।" যদিও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রীকে 'হ্যাপি বার্থ ডে' জানিয়েছেন।