ভারতের জাতীয় সঙ্গীত বদলের সওয়াল স্বামীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/12/2020   শেষ আপডেট: 13/12/2020 4:45 p.m.
-facebook

অভিযোগ রবীন্দ্রনাথের কিছু শব্দ 'বিভ্রান্তিকর'

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জন গণ মন'-কেই এবার পাল্টে দেওয়ার সওয়াল করলেন বিজেপির মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর কথায়, রবীন্দ্রনাথের লেখা এই বহু আলোচিত গানে 'সিন্ধু'-র মত এমন বেশ কিছু শব্দ আছে যা বিভ্রান্তির সৃষ্টি করে ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। এর বদলে নেতাজির নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশানাল আর্মির গাওয়া 'শুভ সুখ চ্যায়েন' গানটি ভারতের জাতীর সঙ্গীত হিসেবে ব্যবহার করা যায় বলে মত প্রকাশ করেছেন তিনি।

এই দাবিতেই প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি লিখেছেন সুব্রহ্মণ্যম স্বামী এবং কেন্দ্রের তরফে অতি দ্রুত সাড়া পেয়ে সে খবর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন তিনি।

বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা, মতবাদ নিয়ে আরএসএস এবং অতিদক্ষিণপন্থী শিবির তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী যতই রবীন্দ্রনাথের পংক্তি বলে বাংলার মন জয় করার চেষ্টা করুন, তা যে শুধুমাত্র ভোটব্যাঙ্ক বাড়ানোর কৌশল তা সম্পর্কে অবগত রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে স্বামীর এহেন প্রস্তাব স্বভাবতই উস্কে দিয়েছে বিতর্ক।