ঝাড়খণ্ডে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু, জারি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/02/2023   শেষ আপডেট: 26/02/2023 10:20 p.m.
-

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। ইতিমধ্যেই ঝাড়খণ্ডে সরকার বোকারো জেলার একটি সরকারি পোল্ট্রিতে বার্ড ফ্লুর ঘটনা নিশ্চিত করেছে। এরপরেই জারি কড়া পদক্ষেপ।সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে পাখি নিধনের নির্দেশ দিল স্থানীয় প্রশাসন। ঝাড়খণ্ডের ২৪টি জেলা জুড়ে বার্ড ফ্লু নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে এবং সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হতে দেখা গিয়েছে কড়কনাথ মুরগি ও হাঁসকে। ইতিমধ্যেই প্রায় ৮০০ মুরগির প্রাণ গিয়েছে এই ভাইরাসের ছোবলে।

সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও। কোথাও মৃত পাখি পড়ে থাকতে দেখলে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে খামারগুলিতে ভাইরাস ছড়িয়েছে, তার চারদিকে ১ কিমি ব্যাসার্ধ পর্যন্ত এলাকার সমস্ত পাখিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।