এই শহরে চালু হলো ভারতের প্রথম বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশন প্রকল্প

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/06/2021   শেষ আপডেট: 12/06/2021 10:06 p.m.

সরকারের আশা, এই প্রকল্পের মাধ্যমে সমস্ত মানুষ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন

রাজস্থানের শহর বিকানিরে ভারতের সর্বপ্রথম ডোর টু ডোর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু করা হচ্ছে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া। দুটি অ্যাম্বুলেন্স এবং তিনটি মোবাইল টিম এই কাজে সরকারের সহায়তা করতে চলেছে এবং প্রত্যেকটি বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিতে চলেছে। যারা ভ্যাকসিন গ্রহণ করবেন তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং সময় এবং স্লট বুক করতে হবে। এর সাথে নিজের বাড়ির ঠিকানা দিতে হবে রেজিস্ট্রেশন এর সময়।

তবে মনে রাখতে হবে, যদি ১০ জন রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু মোবাইল ভ্যান কাজ করতে যাবে না কারণ একটি ভায়াল খোলা হলে তার মাধ্যমে ১০ জনের ভ্যাক্সিনেশন করা সম্ভব। তাই যত কম পরিমাণ ভ্যাকসিন খরচ করা যায় ততটাই ভালো। একটি বাড়িতে ভ্যাক্সিনেশন করা হয়ে গেলে তারপরে ওই এম্বুলেন্স চলে যাবে পরের বাড়িতে। অন্যদিকে একটি মেডিকেল টিম যার ভ্যাক্সিনেশন হয়েছে তার বাড়িতে থাকবে পর্যবেক্ষণের জন্য। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে এই বিকানের শহরটি ৩৪০ কিলোমিটার দূরে একটি ছোট শহর। এখানে ১৬টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বেশ কিছু ডাক্তার রয়েছেন এবং তাদের মাধ্যমেই এই ভ্যাক্সিনেশন করানো হচ্ছে বলে জানিয়েছে রাজস্থান সরকার। বিকানের এর ডিসট্রিক্ট কালেক্টর নমিত মেহেতা জানিয়েছেন, এই শহরে ৭ লক্ষের কিছুটা বেশি জনসংখ্যা রয়েছে। ইতিমধ্যেই তাদের ৬০-৬৫ শতাংশ মানুষের ভ্যাক্সিনেশন হয়ে গেছে। গত ২৪ ঘন্টায় রাজস্থানে ৩৬৪ টি নতুন কেস ধরা পড়েছে এবং ১৬ জনের মৃত্যু হয়েছে এই করোনাভাইরাস এর জন্য। বর্তমানে রাজস্থানে ৮,৪০০ অ্যাক্টিভ করোনা রোগী আছেন।