১৯ লক্ষ চাকরি, করোনা টীকা! বিহার ভোটে প্রতিশ্রুতি এনডিএ -র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/10/2020   শেষ আপডেট: 23/10/2020 5:11 a.m.
facebook.com/NitishKumarJDU

আশ্বাস ৩০ লক্ষ পাকা বাড়ি, মহিলা স্বনির্ভরতার

আগামী ২৮ অক্টোবর থেকে তিন দফায় ২৪৩ টি আসনে নির্বাচন শুরু বিহারে। আর, তার আগে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জোটের পক্ষ থেকে দেওয়া হল ঢালাও প্রতিশ্রুতি।

নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে -

১। ক্ষমতায় এলে নীতিশ কুমারের সরকার প্রায় ১৯ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বেকারত্ব দীর্ঘদিন ধরেই বিহারের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটা। ভোটের আগে বিরোধী পক্ষর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ইতিমধ্যেই আশ্বাস দিয়েছি লেন ১০ লক্ষ চাকরির। এবার তাকে ছাপিয়ে এনডিএ জোট প্রতিশ্রুতি দিল ১৯ লক্ষ বেকারের কর্মসংস্থানের।

২। ভোটে জিতলে বিহার বাসীকে বিনামূল্যে করোনার টীকা দেওয়ার কথা জানালেন নীতিশ।জানানো হয়, টীকা উৎপাদনের কাজ শুরু হলেই সরকারের পক্ষ থেকে বিহারের মানুষ বিনামূল্যে পাবেন এই ওষুধ

৩। ৩০ লক্ষ মানুষকে পাকা বাড়ি এবং ১ কোটি মহিলাকে স্বনির্ভর করে তোলার কাজ করবে নীতিশের সরকার

২০২০-র হাই ভোল্টেজ বিহার ভোট নিয়ে অনেকদিনই জল্পনা তুঙ্গে। এই প্রতিশ্রুতি পাল্টা প্রতিশ্রুতির মাঝে রাজনৈতিক হাওয়া কোনদিকে ঘোরে সেটাই দেখার।