৯৭১ কোটি ব্যায়ে নতুন সংসদ ভবন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/12/2020   শেষ আপডেট: 06/12/2020 2:59 p.m.
- HCP Designs

আগামী ১০ই ডিসেম্বর ভূমিপুজো করবেন প্রধানমন্ত্রী

পুরোনো সংসদ ভবনকে পুরাতাত্ত্বিক নিদর্শন হিসেবে রেখে তারই পাশে ৬৪,৫০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ৯৭১ কোটি ব্যয় করে গড়ে উঠবে নয়া ত্রিভূজাকার সংসদ ভবন যার শিলান্যাস ও ভূমিপুজো দুই-ই হবে আগামী ১০ই ডিসেম্বর বেলা ১ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।

স্পিকারের মতে আগামীর জনসংখ্যা বৃদ্ধির কথা ভেবে নতুন এই ভবনে লোকসভায় ৮৮৮ (এখন ৫৪৩) ও রাজ্যসভায় ৩৮৪(এখন ২৪৫) জনের বসার ব্যবস্থা থাকবে । থাকবে কনস্টিটিউশন হল ও শব্দ-বায়ুদূষণ নিরোধক ব্যবস্থাও। যদিও এই করোনাকালে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে সংসদ ভবন নির্মাণকে মোটেই সমর্থন করেনি বিরোধীরা, তবে বিড়লার মতে এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১১,০০০ মানুষের কর্মসংস্থান হবে। ব্রিটিশের তৈরি নয়, দেশের মানুষের হাতে তৈরী দেশের সংসদ, ভারতের কাছে এ অনেক গর্বের বিষয়; এমনই মত স্পিকারের। আগামী ২০২২ এ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তিতে নতুন ভবনে প্রথম লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসবে।

- HCP Designs