উত্তর প্রদেশ পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি বিজেপির, দেখে নিন প্রাপ্ত আসন সংখ্যা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/05/2021   শেষ আপডেট: 05/05/2021 9:21 a.m.

অযোধ্যা ও বারাণসীতে পদ্মকে পিষে দিল সমাজবাদী পার্টির সাইকেল

উত্তরপ্রদেশ, যোগী রাজ্য, অযোধ্যা ভূমি যেই নামেই ডাকুন না কেন, এতদিন পর্যন্ত সবাই জানতেন উত্তরপ্রদেশ বিজেপির গড়। বারানসি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করেন লোকসভা নির্বাচনে। কিন্তু, অযোধ্যা ভূমিতেই ফিকে হয়ে গেল রাম নাম। পঞ্চায়েত ভোটে ভরাডুবির সম্মুখীন বিজেপি। চারটি দফায় উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট হয়, যেটা শেষ হয়েছিল ২৯ এপ্রিল তারিখে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম প্রধান, ব্লক পঞ্চায়েত এবং জেলা পঞ্চায়েত এই চারটি বিভাগে নির্বাচন করা হয়েছিল। তবে সারা রাজ্যেই ভরাডুবি হলেও, সবথেকে বেশি ভরাডুবি হল অযোধ্যা এবং বারাণসীতে। যেই দুই জায়গার উপরে ভারতীয় জনতা পার্টির প্রধান ফোকাস পয়েন্ট সেখানেই পরাজিত হিন্দুত্ববাদী দল, জয় শ্রীরাম বুলি আওড়ানো বিজেপি।

অযোধ্যা এলাকায় ৪০ টি জেলা পঞ্চায়েত আসনের মধ্যে মাত্র ৬টি তে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদব এর সমাজবাদী পার্টি জয়ী হয়েছে ২৪টি আসনে। বিজেপি অযোধ্যাতে রাম মন্দির তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে ছিল। কিন্তু মন্দির তৈরি হয়ে যাবার পরেও বিজেপিকে ফিরিয়ে দিল অযোধ্যা। অন্যদিকে বারাণসীতেও বিজেপির তথৈবচ অবস্থা। সেই কেন্দ্রে ৪০ এর মধ্যে বিজেপির স্কোর মাত্র ৭। সেখানে ১৫ আসন পেয়ে গেছে সমাজবাদী পার্টি। মথুরাতে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। উত্তর প্রদেশের জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এবং সমাজবাদী পার্টি ছাড়া আম আদমি পার্টি ভালো ফল করেছে। রবিবার ভোট গণনা শুরু হয়েছিল ৭৫ জেলার ৮২৫ আসনে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩০৫০ আসনের মধ্যে মোটামুটি এখনো পর্যন্ত বিজেপি ৯১৮ টিতে জয়লাভ করেছে।