করোনার রক্তচক্ষু অব্যাহত! ভারতে পাওয়া গেল "অতি সংক্রামক" AY.4.2 স্ট্রেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/10/2021   শেষ আপডেট: 24/10/2021 3:36 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

AY.4.2 স্ট্রেনের জন্য ইতিমধ্যেই মস্কোতে লকডাউন জারি করা হয়েছে

বর্তমানে সারা ভারতে ত্রাস ছড়িয়ে রাখা করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের থেকেও বেশি ছড়িয়ে পড়া একটা নতুন ভেরিয়েন্ট আবিষ্কার হলো ব্রিটেন সহ ইউরোপের অনেক দেশে। এই নতুন ভেরিয়েন্ট এর নাম AY.4.2 এবং এটি করোনার সর্বশেষ পাওয়া মিউটেটেড রূপ। জানা গিয়েছে এটি ডেল্টা ভেরিয়েন্ট ও ডেল্টা ডেরিভেটিভ AY.4 এর লিনিয়েজ এবং A222V ও Y145H স্ট্রেনের স্পাইক মিউটেশনের ফল। বিজ্ঞানীরা বলছেন, এই মিউটেশন এর ফলেই মূলত ব্রিটেন এবং রাশিয়ায় করোনা আরো মারাত্মক আকার ধারণ করেছে। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ যে, মস্কোতে আগামী সপ্তাহ থেকে আবারও লকডাউন শুরু হচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই রাশিয়াতে ৩৬ হাজারের বেশি মানুষ এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। আপাতত সংক্রমনের চেন ব্রেক করার উদ্দেশ্যে ১০ দিনের জন্য জরুরী পরিষেবা বাদে সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মস্কো শহরের মেয়র।

এই প্রসঙ্গে ইনস্টিউট অফ জিনোমিক্স এন্ড ইন্টিগ্রিটিভ বায়োলজির ডিরেক্টর ড: অনুরাগ আগারওয়াল জানিয়েছেন, "আপাতত ভারতে করোনার নতুন মিউটেটেড স্ট্রেন AY.4.2 খুবই কম পরিমাণে রয়েছে। অনুমান করা যেতে পারে তার সংখ্যা ০.১ শতাংশের কম। এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং খুব তাড়াতাড়ি এর আসল সংখ্যা বলা যেতে পারে। এটি ডেল্টা ভেরিয়েন্টের মিউটেশন রূপ। মনে করা হচ্ছে এটি সবচেয়ে ভয়ঙ্কর সংক্রামক রূপ এবং লক্ষাধিক মানুষকে আক্রান্ত করতে পারে।" তবে এই প্রসঙ্গে অভয় দিয়ে ড: জোশি সম্প্রতি জানিয়েছেন, "এখনও অব্দি ভারতের বুকে করোনার ডেল্টা ভেরিয়েন্ট অধিক প্রভাবশালী। সেই অনুযায়ী নতুন স্ট্রেন AY.4.2 হয়তো ভারতের জন্য বেশি ভয়ের কারণ হবে না।"