বিনা অনুমতিতে আমেরিকার জাহাজ ভারতের সীমান্তে, নীরব ভারত সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/04/2021   শেষ আপডেট: 10/04/2021 6:59 a.m.
file image

বেশ কিছুদিন আগে আমেরিকার একটি জাহাজ হঠাৎ করে ভারতের অর্থনৈতিক অঞ্চলে ঢুকে পড়ে।

চীনের বিরুদ্ধে একের পর এক আক্রমণে সাহায্য করেছে এই দেশ। কিন্তু এবারে সেই দেশের জাহাজ ঢুকে গেলো ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে। আমেরিকার কথাই এখানে উঠে আসছে। যদিও মার্কিন নৌবাহিনীর এই পদক্ষেপ ভারতের সামগ্রিক সুরক্ষা নীতির পরিপন্থী। তবে এই নিয়ে দিল্লির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সমুদ্র সুরক্ষা আইন অনুসারে, উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত যে লেখা রয়েছে সেটা সেই দেশের জলসীমা বলে ধরে নেওয়া হয়। কিন্তু রাষ্ট্রপুঞ্জের সমুদ্র আইন অনুযায়ী উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা রাজ্যের আর্থিক কাজকর্মের জন্য বরাদ্দ ধরে নেওয়া হয়। সেইটুকু অঞ্চল নিজস্ব অর্থনৈতিক অঞ্চল হিসেবে চিহ্নিত হয়। ভারতে এবিষয়টি চালু রয়েছে।

কিন্তু, ৭ এপ্রিল তারিখে আমেরিকার নৌবাহিনীর সপ্তম বহর পশ্চিম ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঢুকে পড়ে। জানা যাচ্ছে সেই জাহাজ ঢুকে পড়েছিল ভারতের ১৩০ নটিক্যাল মাইল অঞ্চলে। ফলে ভারতের অর্থনৈতিক অঞ্চলের সরাসরি ঢুকে পড়ে সেই বিদেশি জাহাজ। এই নিয়ে আমেরিকার জনসংযোগ বিভাগের তরফে একটি বিবৃতি জানানো হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, "গত ৭ এপ্রিল ইউএসএস জন পল জনস জাহাজটি ভারতের ১৩০ কিলোমিটার নটিক্যাল মাইল সীমানার মধ্যে প্রবেশ করে গিয়েছিল। আন্তর্জাতিক আইন অনুসারে আগে থেকেই এই কারণে অনুমতি দেওয়া হয়নি।