করোনা পরিস্থিতিতে পিছিয়ে যাচ্ছে সমস্ত অফলাইন পরীক্ষা, দেখে নিন সরকারের বড় ঘোষণা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/05/2021   শেষ আপডেট: 04/05/2021 9:34 a.m.

কেন্দ্রীয় সরকার ভাবনা-চিন্তা করে পরবর্তী পরীক্ষার তারিখ নির্ধারণ করবে বলেই জানানো হয়েছে

সোমবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্যে চলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত অফলাইন পরীক্ষা মে মাস পর্যন্ত স্থগিত করতে হবে। মানবসম্পদ উন্নয়ন দপ্তরের সেক্রেটারি তাঁর চিঠিতে জানিয়ে দিলেন, "বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমরা কেন্দ্রীয় সরকারের অর্থসাহায্যে চলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত অফলাইন পরীক্ষা মে মাসের শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে অনলাইন পরীক্ষা যেরকম চলার কথা সে রকমই চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় সরকার এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবে।"

অন্যদিকে আবার, এই করোনা পরিস্থিতিতে চার মাসের জন্য পিছিয়ে দেওয়া হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা মেডিকেল নিট পরীক্ষার পোস্ট গ্রাজুয়েট অংশটি। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, নতুন দিন ঠিক হবার মোটামুটি মাসখানেক আগে থেকে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের।। করোনাভাইরাস পরিস্থিতিতে, এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা নেওয়া যাবে না বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ভারতের স্বাস্থ্য পরিকাঠামো অত্যন্ত ভঙ্গুর হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে করোনার চিকিৎসার জন্য সদ্য পাস করা অথবা মেডিকেলের চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের নিয়ে আসার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। করোনা ওয়ার্ডে ফ্যাকাল্টির তত্ত্বাবধানে ইন্টার্নরা কাজ করবেন করোনা চিকিৎসার জন্য।