রাত পেরিয়ে সকালেও গুলির লড়াই- নিহত দুই সন্ত্রাসবাদী। কাশ্মীরের শোপিয়ানের ঘটনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/10/2020   শেষ আপডেট: 08/10/2020 2:18 p.m.

সন্ত্রাসবাদীদের উপস্থিতির কথা জানতে পেরে অভিযান নিরাপত্তা বাহিনীর

সারারাত পেরিয়ে সকালেও গুলির লড়াই চলছে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সগুন অঞ্চলে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনও অবধি দুজন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে এই গুলির লড়াইয়ে।

সীমান্ত লাগোয়া ওই অঞ্চলে সন্ত্রাসবাদীদের উপস্থিতির কথা জানতে পেরে মঙ্গলবার রাতে তল্লাশি চালায় পুলিশ। লাউডস্পিকারে ঘোষণা করে সন্ত্রাসবাদীদের নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বলা হয়। তাতে কোনো সাড়া দেয়নি সন্ত্রাসবাদীরা। উল্টে তাদের গোপন ডেরার কাছে নিরাপত্তা বাহিনী পৌঁছাতেই তাদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। জবাবে পাল্টা গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। বুধবার সকাল পর্যন্ত ২ সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে বাহিনীর কোনো সদস্যের হতাহতের খবর নেই এখনও।