ঝাড়খণ্ডে তিন পরিত্যক্ত কয়লাখনিতে ধস, আটকে বহু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/02/2022   শেষ আপডেট: 01/02/2022 6:16 p.m.

অবৈধ খননকার্য চালাতে গিয়ে ধস নামে কয়লাখনিতে

অবৈধ খননকার্য (mining) চালাতে গিয়ে পরিত্যক্ত কয়লাখনিতে (abandoned coal mine) ধস। যার জেরে খনির ভিতরে আটকে পড়েন বহু ভয়ার্ত মানুষ। ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad) তিনটি পরিত্যক্ত কয়লাখনিতে এমন ঘটনা ঘটেছে বলে খবর সূত্রের।

জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে নিরসা থানা এলাকায় ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ECL) কাপাসারা কয়লাখনিতে। গতকাল বিকাল ৫টা নাগাদ পরিত্যক্ত ঐ খনিতে নামে ধস। নিরসা’তেই দ্বিতীয় ঘটনাটি ঘটে গতকাল রাত্রে। ভারত কোকিং কোল লিমিটেডের (BCCL) ছাঁচ ভিক্টোরিয়া খনিতে নামে ধস। আজ সকালে তৃতীয় ধসটি নামে পাঞ্চেত এলাকায় ইসিএলের গোপিনাথপুর খনিতে।

পুলিশ সূত্রে খবর, অত্যাধুনিক উদ্ধারসামগ্রী নিয়ে তিন খনিতেই জোরকদমে চলছে উদ্ধারকাজ। এবিষয়ে ধানবাদের পুলিশ সুপার রেশমা রামাসান জানিয়েছেন, খনিতে অবৈধ খননকার্য চালাতে গিয়েই ঘটেছে এমন ঘটনা। পাশাপাশি তিনি এও জানান, কেবলমাত্র কয়লা-কোম্পানিগুলিই সঠিকভাবে বলতে পারবে, কতজন খনির ভিতরে আটকে রয়েছে।

এরই মাঝে খবর পাওয়া গিয়েছে, পুলিশের ভয়ে অবৈধ খননকারীদের পরিজনেরা পুলিশের কাছে নিখোঁজের ডায়েরিও করছেন না। সূত্রের খবর, পুলিশ এবং কয়লাখনির আধিকারিকেরা আসার আগেই স্থানীয় গ্রামবাসীরা কিছু অবৈধ খননকারীকে উদ্ধার করতে সক্ষম হন। এবিষয়ে ইসিএলের এক অধিকর্তা জানিয়েছেন, যেহেতু পরিত্যক্ত কয়লাখনিতে এসমস্ত ঘটনা ঘটতো, তাই এগুলি কখনই জেলা প্রশাসনের নজরে পড়েনি। ঐ আধিকারিকের মুখেও শোনা গিয়েছে পুলিশের সুরই। জানিয়েছেন, অবৈধভাবে খনন করার সময় এমন ঘটনা ঘটেছে বলে তাঁরা খনির ভিতর আটকে থাকা মানুষের সংখ্যা বলতে পারবেন না। অন্যদিকে বিসিসিএল-এর তরফে জানানো হয়েছে, ছাঁচ ভিক্টোরিয়া খনিতে আটকে রয়েছেন তিন ব্যক্তি।