সপ্তম পে কমিশনের বড়ো সিদ্ধান্ত, ১ জুলাই থেকে মাইনে বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/05/2021   শেষ আপডেট: 27/05/2021 7:10 a.m.

১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মাইনে বাড়ছে, কিন্তু কতটা, জানুন

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশাল বড় খুশির খবর। চালু হতে চলেছে সপ্তম পে কমিশনের বেশকিছু নতুন নিয়ম কানুন। সপ্তম পে কমিশন চালু হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়ে যাবে বেশ অনেকটা পরিমাণে। ১ জুলাই ২০২১ থেকেই এই নতুন ডিএ বৃদ্ধি কার্যকর হবে। আগে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১৭% ডিএ পেতেন সেখানেই এবারে ২৮% পাওয়া যাবে। যার ফলপ্রসূ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। শুধু তাই না, সঙ্গে জানানো হয়েছে, আগের সমস্ত ইনস্টলমেন্ট দিয়ে দেওয়া হবে তাদেরকে। ফলে তাদের বেতনে অনেকটা বৃদ্ধি তারা লক্ষ্য করতে পারবেন।

দুই বছরের ডিএ সকলকে একসাথে দেওয়া হবে। জানুয়ারি ২০২০ তে এই ডিএ বেড়েছিল ৪ শতাংশ, জুন ২০২০ তে বেড়েছিল ৩ শতাংশ, আবার জানুয়ারি ২০২১ এ বেড়েছিল ৪ শতাংশ। অর্থাৎ ২ বছরের মধ্যে এই টাকার পরিমাণ ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়ে গেছিল। তবে উল্লেখ করার মত ব্যাপারটি হলো জুন ২০২১ এ এই ডিএ কতটা বাড়ানো হবে, সেই নিয়ে কিন্তু সরকার এখনও পর্যন্ত কোনরকম নির্দেশ নামা জারি করেনি। অনেকেই বলছেন, এই জুনেও সেন্ট্রাল গভার্নমেন্টের কর্মীদের ডিএ ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পাবে, যার ফলে এই পরিমাণ ৩২ শতাংশ হওয়ার সম্ভাবনা আছে।