পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে বিস্ফোরক উদ্ধার জম্মুতে, রক্ষা বড় নাশকতা থেকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/02/2021   শেষ আপডেট: 14/02/2021 4:16 p.m.

জম্মু বাসস্ট্যান্ড থেকে নিরাপত্তা বাহিনি ৭ কেজি আইইডি উদ্ধার করেছে

পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপুর্তিতে ফের এক বড় নাশকতার ঘটনা থেকে রক্ষা পেল জম্বু কাশ্মীর। আজ অর্থাৎ রবিবার জম্মুর একটি জনবহুল বাস স্ট্যান্ড থেকে সাত কিলোগ্রাম আইইডি উদ্ধার করা হয়েছে। পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তির দিন এত পরিমান বিস্ফোরক উদ্ধার যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। আজকে খুব একটা বড় নাশকতার ছক ভেস্তে দেওয়া গেছে। আসলে গত ৬ ফেব্রুয়ারি জম্মুর কুঞ্জওয়ানি থেকে লস্কর-ই মুস্তাফার স্বঘোষিত কমান্ডার হিদায়াতুল্লাহা মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া গতকাল শনিবার সাম্বা জেলার বারি ব্রহ্মনা থেকে জাহুর আহমেদ রাথের নামক আরেক জঙ্গিকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। তারপরই বোঝা গিয়েছিল যে জঙ্গিরা জম্মুতে নাশকতা করার ছক কষেছে।

জঙ্গিদের গ্রেপ্তার করার পর জম্বু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেন, "জম্মুতে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য যে গোপন আস্তানা করা হয়েছে তা জানিয়েছে ওই ধৃত জঙ্গি। ওরা পাকিস্তান থেকে অস্ত্র পায় এবং কাশ্মীর অন্যান্য জায়গায় তা পাঠানো হয়।" জঙ্গির বয়ানের সূত্র ধরে কয়েক দিনের মধ্যেই জম্মুর কেসি চক থেকে বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তারপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বাসষ্ট্যান্ড থেকে এক জঙ্গি সহ বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে ওই জঙ্গী পুলওয়ামার বাসিন্দা। আল বদর নামে একটি জঙ্গী সংগঠনের সদস্য ছিল সে।