কাশ্মীরের আপেল বাগানে জঙ্গীদের এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ ২ যুব, নিহত ১

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/08/2022   শেষ আপডেট: 16/08/2022 4:23 p.m.

২ যুবক কাশ্মীরি হিন্দু পন্ডিত সম্প্রদায়ের

ফের রক্তাক্ত হল উপত্যকা। জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) আপেল বাগানে সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ দুই কাশ্মীরি পন্ডিত (Kashmiri Pandit)। ঘটনা আজ সকালে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার ছোটিপোরা এলাকায় অবস্থিত একটি আপেলবাগানের। এরমধ্যে একজন ঘটনাস্থলে মারা যান। হামলার পর এলাকা ঘিরে ফেলেছে জম্মু ও কাশ্মীর পুলিশ (J&k Police)। চিরুনি তল্লাশি শুরু হয়েছে জঙ্গীদের খুঁজতে।

জানা গিয়েছে, নিহত যুবকের নাম সুনীল কুমার। তাঁর ভাই পিন্টু কুমারও জখম হয়েছেন। এদিন সকালে দুই ভাই আপেল বাগানে ছিলেন। তখন‌ই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গীরা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান দুই ভাই। এরপরেই একটি বুলেট এসে লাগে সুনীলের বুকে। খবর পেতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। বিরাট বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা।

কাশ্মিরী পুলিশ ট্যুইটারে লিখেছে, "শোপিয়ানের একটি আপেল বাগানে নিরীহ নাগরিকদের উপর গুলি চালিয়েছে জঙ্গিরা। তাতে একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও একজন। দু'জনই সংখ্যালঘু সম্প্রদায়ের। জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে।"

জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়না বলেন, "কাপুরুষ পাকিস্তানি সন্ত্রাসীরা সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করেছে। দুই ভাই কাশ্মীরি হিন্দু পন্ডিত সুনীল কুমার এবং পিন্টুকে কাপুরুষ পাকিস্তানি সন্ত্রাসীরা টার্গেট করেছে।" তাঁর আরও সংযোজন, "পাকিস্তান কাশ্মীরে রক্তপাত চায়, পাকিস্তানি সন্ত্রাসীরা কাশ্মীরের জনগণের শত্রু। ওরা কাশ্মীরকে কবরস্থানে পরিণত করতে চায় কিন্তু আমরা তা হতে দেব না।" তিনি আশ্বাস দিয়ে বলেন যারা এই ঘৃণ্য কাজ করছে তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হবে।