নাগাল্যান্ডে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় আহত আসাম রাইফেলসের ২ জ‌ওয়ান, তীব্র চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/08/2022   শেষ আপডেট: 15/08/2022 6:14 p.m.
গুলির লড়াই ~ প্রতীকী ছবি

জঙ্গিরা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-খাপলাং এর ইউং অং গোষ্ঠীর সদস্য

গোটা দেশ যখন স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনে ব্যস্ত ঠিক তখনই শুরু হয়েছে সেনা জঙ্গির গুলির লড়াই। সোমবার নাগাল্যান্ডের (Nagaland) মোন জেলায় জঙ্গিদের (Militant) সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছেন অসম রাইফেলসের (Assam Rifles) দুই জওয়ান। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের সুরক্ষিত রাখতে গোটা এলাকাকে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে।

৭৫ তম স্বাধীনতা দিবস আজ, আর এমতবস্থায় আসামে ঘটছে বিপর্যয়‌। কর্তৃপক্ষের সন্দেহ, জঙ্গিরা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-খাপলাং (NSCN-KYA) এর ইউং অং গোষ্ঠীর সদস্য। অসম রাইফেলসের আধিকারিকরা জানিয়েছেন, আহত জওয়ানদের অসমের জোড়হাটের বিমান বাহিনী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত জওয়ানের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে সম্ভবত জঙ্গিরাও আহত হয়েছে এবং তাদের ধরতে অনুসন্ধান অভিযান চলছে।

আসাম রাইফেলসের অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, "অ্যালার্ট স্কাউটস, জংখাম থেকে নিয়াসা আসার একটি জঙ্গল ট্র্যাকে ইউজি (আন্ডারগ্রাউন্ড) ক্যাডারদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তাদের নিজস্ব সৈন্যদের দ্বারা চ্যালেঞ্জ করা হলে, ইউজিরা গুলি চালায়, যা যথাযথভাবে পাল্টা জবাব দেয়। ইউজি গ্রুপের সদস্যরা মারাত্মক আহত হয়েছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ২০১৫ সালে মণিপুরে একটি সেনা কনভয়ে হামলার প্রতিক্রিয়ায় বেআইনি কার্যকলাপ আইনের অধীনে NSCN-KYA কে সন্ত্রাসী সংগঠন হিসাবে মনোনীত করেছিল। এর আগে, আসাম রাইফেলস কোহিমার চিসভেমাতে ক্যাপ্টেন (প্রয়াত) এন কেঙ্গুরসে এমভিসি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড ওয়েলনেস উদ্বোধন করেছিল। নাগাল্যান্ডের যুবকদের শিক্ষার মাধ্যমে ক্ষমতায়িত করতে এবং তাদের জন্য একটি উন্নত ভবিষ্যত সুরক্ষিত করার জন্য আসাম রাইফেলস প্রকল্পের উন্মেষ। সূত্রের খবর অনুযায়ী, আসাম রাইফেলসের কর্মীরা আরও কোনও আক্রমণ এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।