বিগ বাস্কেটের ৫০-৬০% কিনে নিচ্ছে টাটা গ্রুপ?
অনলাইন মুদিখানার বাজার ধরতে ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা টাটার!
কোভিড পরবর্তী পর্যায়ে মানুষ সবথেকে বেশি আগ্রহ দেখাচ্ছে অনলাইন লেনদেনে। স্বাভাবিকভাবেই বিস্তর বেড়েছে অনলাইন মুদিখানা সামগ্রী বিক্রির বাজার। অ্যামাজন, ফ্লিপকার্ট, রিলায়েন্স সবাই নিজেদের মতো করে অনলাইন মুদিখানা ব্যবসায় নেমেছে। বাজারে খবর, এইবার এই ফিল্ডে নিজেদের ব্যবসা শুরু করতে চলেছে টাটা গ্রুপ। বিগ বাস্কেট কোম্পানির ৫০-৬০% শেয়ার তারা কিনে নিতে চলেছে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে বিগ বাস্কেটের জন্য তারা ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে আগ্রহী।
আরও পড়ুন
অতি সম্প্রতি চিনের আলিবাবা গ্রুপ তাদের বিগ বাস্কেটের ২৬% শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেয়। একইসাথে বিগ বাস্কেট বাজার থেকে ২০ কোটি ডলার তুলতে চাইছে। এই পরিস্থিতিতে টাটা এবং বিগ বাস্কেটের আলোচনা চলছে বলে খবর। যদিও কোনো পক্ষেই এখনও খবরের সত্যতা স্বীকার করা হয়নি।