ফের চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স বাড়ল ৭০০ পয়েন্ট, বাড়লো নিফটিও
সূচক বেড়েছে বিশ্ববাজারেও
ক'দিন ধরে নিম্নমুখী ছিল ভারতের শেয়ার বাজারের (Share market) গ্রাফ। একটানা পড়তে দেখা গিয়েছিল সেনসেক্স (SENSEX) এবং নিফটিকে (NIFTY)। তবে গতকাল থেকেই ধীরে ধীরে ফের চাঙ্গা হতে শুরু করেছে শেয়ার বাজার। বুধবারও দিনের শুরু থেকেই বজায় রইল সেই ধারাই। মন্দা কাটিয়ে সেনসেক্স বাড়লো ৭০০ পয়েন্টেরও বেশি। অন্যদিকে নিফটি পেরোলো ১৬ হাজারের গন্ডি।
সাম্প্রতিক সময় অনুযায়ী, ৭৩৬ পয়েন্ট বেড়ে সেন্সেক্স ৫৪,১৬০। অন্যদিকে ২০০ পয়েন্ট বেড়ে নিফটি দাঁড়িয়েছে ১৬,২১৩-এ। বিএসই (BSE) সেনসেক্সের ৩০ টি শেয়ারের মধ্যে ২৩ টিই ঊর্ধ্বমুখী। যেখানে সাতটি শেয়ার এখনো লাভের মুখ দেখতে পায়নি। সূচকের বৃদ্ধিতে সব থেকে এগিয়ে রয়েছে রিলায়েন্স। অন্যদিকে পিছিয়ে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI bank), অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank), এনটিপিসি (NTPC), পাওয়ার গ্রিড এর মত শেয়ারের সূচক। অন্যদিকে নিফটি ৫০ টি শেয়ারের মধ্যে ঊর্ধ্বমুখী ৩৩ টির সূচক, নিম্নমুখী ১৭ টির। নিফটিতেও সব থেকে বেশি লাভের মুখ দেখেছে রিলায়েন্স (+৩.৪১%)। সবচেয়ে পিছিয়ে রয়েছে পাওয়ার গ্রিড (-২.৫০%)।
সেক্টরগুলির মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে মিডিয়া সেক্টরের শেয়ার। এছাড়াও হেলথকেয়ার, আইটি এবং ফার্মেসিরও শেয়ার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। একই ছবি ধরা পড়েছে বিশ্ববাজারেও। সেখানেও দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী সূচক।