কে এই বিত্তবান মহিলা?
৫৪,৮৫০ কোটির মালকিন এখন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি
কোটাক ওয়েল্থ এবং হারুন ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এসেছে এ বছরের সর্বোচ্চ অর্থ-সমৃদ্ধ মহিলার নাম। টেকনিক্যাল সংস্থা এইচসিএল এর কর্ণধার শিব নাডরের একমাত্র কন্যা রোশনি নাডর, যিনি আবার এইচসিএল এর বর্তমান চেয়ারম্যান।
আরও পড়ুন
গতবছর অর্থাৎ ২০১৯ এও রোশনি ছিলেন ৩৬,৮০০ কোটির অধিকারী যা এই বছরের দ্বিতীয় বিত্তবতীর চেয়েও অধিক। বায়কন কর্ণধার কিরণ মজুমদার এ বছরে তাঁর ৩৬,৬০০ কোটির সম্পত্তি সমেত তালিকায় আছেন রোশনির পরেই। মিডিয়ার সাথে কর্মসূত্রে যুক্ত থাকায় আগে থেকেই রোশনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে এবং মাত্র ২৮ বছর বয়সেই সংস্থার চিফ-এক্সিকিউটিভ অফিসার পদে আসীন হন তিঁনি। তাঁর বিভিন্ন চ্যালেঞ্জিং পদক্ষেপ ও কর্মসূচি এইচসিএল-এর সম্প্রসারণের পক্ষে সুফলদায়ী হয়েছে বারংবার।