বাজার থেকে ২০০০ টাকার নোট কেন সরিয়ে নিচ্ছে RBI?
স্মৃতি উস্কে নোটবন্দির পুনরাবৃত্তি
জল্পনাতেই শিলমোহর, ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক। তবে আতঙ্কিত হওয়ার বিশেষ কারণ নেই। দেশে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে এই নোট। তাই চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দিয়ে, পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। ব্যাঙ্কে গিয়ে ২৩ মে থেকে বদল করা যাবে ২০০০ টাকার নোট।
আচমকা কেন এই সিদ্ধান্ত? মনে করা হচ্ছে এত বড় অংকের নোট হল কালো টাকা রাখার সবচেয়ে সহজ পন্থা। আর এমনিও ২০০০ টাকার নোট বাজারে সেভাবে দেখা যাচ্ছিল না। এছাড়া ডিজিটাল পেমেন্টের যুগে এত বড় নোটের প্রয়োজনও তেমন চোখে পড়ছে না। তাই সব মিলিয়েই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন
একটি বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে দিয়ে টাকা বদলে নিতে হবে।