একদিনে ১ লক্ষ কোটি টাকার ধাক্কা রিলায়েন্স গ্রুপের!
এই ধাক্কায় বিশ্বের ধনীদের তালিকায় তিনধাপ পিছিয়ে গেলেন মুকেশ আম্বানি
শেয়ার বাজার খুললো ৯:১৫ তে, বন্ধ হলো ৩:৩০-এ, আর এর মাঝেই ১ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখ দেখতে হলো রিলায়েন্স গ্রুপকে। গত শুক্রবার শেষ তিন মাসের অর্থাৎ ২০২০-২১ আর্থিক বছরের দ্বিতীয় কোয়ার্টারের আর্থিক ‘রেজাল্ট’ ঘোষণা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাতে দেখা যায় অতিমারির কারণে তাদের সব ব্যবসাই কমবেশি ক্ষতির মুখে পড়েছে। গত আর্থিক বছরের দ্বিতীয় কোয়ার্টারের তুলনায় এইবার রিলায়েন্সের মুনাফা কমেছে ১৫%। আর এই ফলাফলে খুশি হননি লগ্নিকারীরা। ফলস্বরূপ স্বাভাবিকভাবেই রিলায়েন্সের শেয়ারের দাম কমতে থাকে। আজ দিনের শেষে ৮.৬২% ক্ষতি নিয়ে শেয়ারের দাম এসে দাঁড়িয়েছে ১৮৭৭.৪৫ টাকায়।
আর এই পতনেই এক ধাক্কায় রিলায়েন্সের বাজার মূল্য কমে গেছে ১ লক্ষ কোটি টাকা। ফলস্বরূপ কমেছে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণও। এই একদিনেই বিশ্বের ধনীদের তালিকায় ৬ নম্বর থেকে ৯ নম্বরে এসে ঠেকেছেন আম্বানি।