এশিয়ার ধনীতম ব্যক্তির খেতাব হারালেন মুকেশ আম্বানি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/01/2021   শেষ আপডেট: 01/01/2021 4:54 p.m.
-

তালিকার প্রথমে এবার চিনের জল ব্যবসায়ীর নাম

এই মুহূর্তে এশিয়ার ধনীতম ব্যক্তি আর মুকেশ আম্বানি নন৷ তাঁর খেতাবটি ছিনিয়ে নিয়েছেন চিনের ব্যবসায়ী ঝং শ্যানশ্যান৷

ভ্যাকসিন ও মিনারেল ওয়াটারের ব্যবসা করেন ৬৬ বছর বয়সী ঝং৷ নিজের সংস্থা ‘বেজিং ওয়ান্টাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইস কোম্পানি’র শেয়ার ২০২০–র এপ্রিলে বাজারে ছেড়েছিলেন তিনি৷ বিপুল চড়েছে সেই শেয়ারের দাম৷ আবার তাঁর মিনারেল ওয়াটার তৈরির কারখানা ‘নংফু স্প্রিং কোম্পানি’র শেয়ারের দামও ২০০০ শতাংশ বেড়েছে৷ এসব থেকে অবিশ্বাস্য দ্রুততায় শুধু সদ্য পার হওয়া বছরটিতেই ঝংয়ের সম্পদ বেড়ে গেছে ৭ হাজার ৯০ কোটি ডলার৷ এখন তিনি বিশ্বের ধনীদের তালিকায় এগারো নম্বরে৷

অন্যদিকে সময়টা ভাল যাচ্ছে না মুকেশ আম্বানির৷ দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের আক্রমণের অন্যতম লক্ষ্য তিনি৷ চাষিরা পুড়িয়ে দিচ্ছে তাঁর ‘জিও’ সিম, ভেঙে ফেলছে তাঁর সংস্থার টাওয়ার, বিক্ষোভ চলছে তাঁর রিলায়েন্স পেট্রোল পাম্পগুলিতে৷ এবার ঝংয়ের কাছে এশিয়ার ধনীতম ব্যক্তির খেতাবটিও হারাতে হল তাঁকে৷

বাজার অর্থনীতিতে অবশ্য এমন ওঠাপড়া লেগেই থাকে৷ ২০২০–তে মুকেশ আম্বানির জিও সংস্থাও বিশ্বের বড় বড় শিল্পপতিদের কাছ থেকে বিপুল লগ্ণি টেনেছিল৷ তবে এই মুহূর্তে নানা কারণে রিলায়েন্সের শেয়ারের দাম ততটা চড়া নয়৷