চিনা শিল্পপতি জং-কে ছাপিয়ে ফের এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/02/2021   শেষ আপডেট: 28/02/2021 9:31 a.m.
জং শানশাং ও মুকেশ আম্বানি

ফোর্বসের বিচারে গতবছরেই মুকেশকে টপকে শীর্ষে এসেছিলেন জং

চীনের শিল্পপতি জং শানশাংকে টপকে পুণরায় এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন ভারতের মুকেশ আম্বানি। বিগত দু'বছর ধরে এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ শীর্ষস্থানে থাকলেও গতবছর অর্থাৎ ২০২০র শেষের দিকে সেই স্থান খোয়ান মুকেশ। ফোর্বসের বিচারে এক নম্বরে উঠে আসেন চীনের একটি পানীয় সংস্থা নাংফু স্প্রিং-এর প্রধান জন শানশাং এবং মুকেশ তিন ধাপ নীচে নেমে আসেন।

গত জানুয়ারিতেও জং-এর সংস্থার শেয়ার দর ছিল সর্বোচ্চ। কিন্তু গত সপ্তাহে আচমকাই তাদের শেয়ার দর ২০ শতাংশ অর্থাৎ সম্পত্তির মূল্য হিসেবে ২২০০কোটি মার্কিন ডলার কমে যায়। ফলত আবার শীর্ষস্থান দখল করেন মুকেশ আম্বানি। ব্লুমবার্গের হিসেব অনুযায়ী জং-এর সম্পত্তির মূল্য ৭,৬৬০ কোটি মার্কিন ডলার ও অন্যদিকে মুকেশের সম্পত্তির দাম প্রায় ৮,০০০ কোটি মার্কিন ডলার।