বিধিভঙ্গের জেরে SBI সহ চোদ্দটি ব্যাঙ্কককে জরিমানা করল RBI
কেন জরিমানার মুখে পড়ল ব্যঙ্কগুলি, জানুন বিশদে
ব্যাঙ্কিং সংক্রান্ত নানাবিধ নিয়মবিধি লঙ্ঘন করার জন্য স্টেট ব্যাংক সহ মোট চোদ্দটি ব্যাঙ্কককে জরিমানা করল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। সমষ্টিগতভাবে সর্বমোট ১৪.৫ কোটি টাকা জরিমানা দিতে হবে তাদের। সবচেয়ে বেশি টাকা জরিমানা দিতে হবে ব্যঙ্ক অব বরোদাকে। তাদের প্রায় ২ কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কিন্তু কেন এই জরিমানা? রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এই সমস্ত ব্যাঙ্কের স্ক্রুটিনিতে একাধিক ত্রুটি ধরা পড়েছে, বিশেষত এনবিএফসিকে ঋণ দেওয়ার সময় কিছু পদ্ধতিগত ত্রুটি দেখা গেছে। তাই তাদের এই মর্মে কারন দর্শাতেও নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক।
এই তালিকায় রয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI) যাকে দিতে হবে ৫০ লক্ষ টাকা। এছাড়াও রয়েছে, বন্ধন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ক্রেডিট সুইস এজি, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, কর্নাটক ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক ও উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক। এদের প্রত্যেককেই এক কোটি টাকা করে জরিমানা দিতে হবে।