ফ্লিপকার্ট ও অ্যামাজনের বিরুদ্ধে কেন্দ্র!
আইনি পদক্ষেপ নেবে ইডি ও রিজার্ভ ব্যাঙ্ক
এবার দেশের অন্যতম দুই বৃহৎ ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজনের বিরুদ্ধে নালিশ জানাল কেন্দ্রীয় সরকার। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স(CAIT)র অভিযোগ অনুযায়ী FDI নীতি ও FEMA(Foreign Exchange Management Act) নীতি উল্লঙ্ঘন করে ওই দুই বানিজ্যিক সংস্থা। এই অভিযোগের পরই কেন্দ্রীয় সরকারের নির্দেশে ইডি ও রিজার্ভ ব্যাঙ্ক তদন্ত শুরু করেছে।
CAIT ইতিমধ্যেই জানিয়েছে ২০২১ কে 'ভারতীয় ব্যাপার সন্মান বর্ষ' হিসেবে পালন করার মাধ্যমে তারা ই-কমার্স দুর্নীতি দমন করতে চায়। আর এর সভাপতিত্বে থাকা বিসি.ভারতীয়া ও মহাসচিব প্রবীণ খান্ডেওয়াল এই দুই সংস্থার বিরুদ্ধে বানিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে চারদফায় অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে জানান হয় আদিত্য বিড়লার সাথে চুক্তির সময় FDI নীতি উল্লঙ্ঘন করে ফ্লিপকার্ট ও অ্যামাজনও লঙ্ঘন করে FEMA নীতি। এখন কেন্দ্রীয় সরকারের তৎপরতায় বিষয়টি খতিয়ে দেখছে ইডি ও রিজার্ভ ব্যাঙ্ক।