পদত্যাগ করলেন মুকেশ আম্বানি, রিলায়েন্স জিওর নতুন চেয়ারম্যান হবেন পুত্র আকাশ আম্বানি
ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন আকাশ আম্বানি
গত ২৭ জুন রিলায়েন্স জিও-এর ডিরেক্টর পদ ত্যাগ করলেন মুকেশ অম্বানি। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছে সংস্থার পরিচালন পর্ষদ। এবার নতুন চেয়ারম্যান হিসেবে উত্তরসূরি মুকেশ-পুত্র আকাশকে অনুমোদন দিয়েছে বোর্ড। তাঁকে সংস্থার নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দিতেই মুকেশ আম্বানি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন আকাশ অম্বানি। সংস্থার নয়া ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে পঙ্কজ মোহন পাওয়ারকে। ২৭ জুন থেকে আগামী ৫ বছরের জন্য তাঁর এই নিয়োগ। ইনডিপেন্ডেন্ট ডিরেক্টরের পদ দেওয়া হয়েছে রামিন্দর সিং গুজরাল ও কেভি চৌধুরীকে।
গত বছরের নভেম্বরে মুকেশ আম্বানি জানিয়েছিলেন যে নিজের ব্যবসা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনি বলেছিলেন, "তার বাবা ধীরুভাই আম্বানির নিজের হাতে গড়া রিলায়েন্স সংস্থা, যা তেল থেকে টেলিকম পর্যন্ত বিস্তৃত, এই বিশাল ব্যবসার উত্তরাধিকারীর দায়িত্ব সামলানোর মত স্ফুলিঙ্গ ও জোশ তিনি তাঁর সন্তানদের মধ্যে দেখতে পাচ্ছেন।"