মাত্র ৩৪ বছরেই 'লিভ লাইফ কিং সাইজ'! কে এই ভারতীয়?

স্পন্দন চট্টোপাধ্যায়
প্রকাশিত: 01/11/2020   শেষ আপডেট: 04/04/2021 6:17 a.m.
নিখিল কামাঠ instagram.com/nikhilkamathcio

সম্পত্তি ১৫০ কোটির, নাম ফোর্বস-এর ১০০ ধনী ভারতীয়র তালিকায়

ভারতবর্ষের সবচেয়ে বড় স্টক ব্রোকারেজ সংস্থা 'জেরোধা'-র কর্ণধার নিখিল কামাঠ দেশের কনিষ্ঠতম বিলিওনিয়র হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন ফোর্বস-এর প্রথম ১০০ ধনী ভারতীয়র তালিকায়। বড় ভাই নিথিন কামাঠের সাথে ২০১০ সালে এই সংস্থা শুরু করেন নিখিল। মাত্র এক দশকের মধ্যেই মিউচুয়াল ফান্ড, বন্ড, কারেন্সি, ইক্যুয়টি-র মত ব্যবসায় 'জেরোধা' দেশের বৃহত্তম এবং অন্যতম ভরসাযোগ্য নাম।

কামাঠ পরিবারের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ১.৫ বিলিয়ন অর্থাৎ প্রায় ১৫০ কোটি টাকা। এই মূহুর্তে ফোর্বস-এর প্রথম ১০০ ধনী ভারতীয়র তালিকায় ৯০ নম্বরে রয়েছেন তাঁরা।

নিখিল কামাঠ facebook.com/nikhilkamathcio

স্কুল থেকে ড্রপআউট এবং একটি কলসেন্টার-এ চাকরি দিয়ে কর্মজীবন শুরু করা নিখিল কামাঠের মাত্র ৩৪ বছরেই ১৫০ কোটির মালিক হওয়া আরও একবার প্রমাণ করল, পরিশ্রম আর সৎ চেষ্টার কাছে এসে ধরা দেয় পৃথিবীর সব সাফল্য।