ইউএস ক্যাপিটলের দুষ্কৃতী হানায় বুকে গুলিবিদ্ধ হয়ে এক মহিলার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্র সমর্থকদের তান্ডবে এদিন উত্তাল হয়ে ওঠে চত্বর।
বুধবার, ৬ই জানুয়ারি উত্তেজিত ট্রাম্প সমর্থক দল আচমকাই বিক্ষুব্ধ অবস্থায় ইউএস ক্যাপিটল বিল্ডিঙে প্রবেশ করে ও চারপাশ ঘিরে সমস্ত প্রবেশ ও প্রস্থান দ্বার বন্ধ করে জিনিসপত্র লন্ডভন্ড করতে শুরু করে। উপস্থিত জনতার ওপর চড়াও হয়ে আক্রমণ শাণিত করে, জানলা দরজা ভাঙচুর করে এমনকি পুলিশের সাথেও ধস্তধ্বস্তিতে জড়ায় উন্মত্ত বিক্ষোভকারীরা। হানাদারদের গুলিতে এক মহিলা আঘাতপ্রাপ্ত হলে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
কিন্তু ঠিক কী কারণে বিক্ষোভ? ট্রম্পের মতোই তার সমর্থকদের মুখেও জো বাইডেনের জয়লাভ নিয়ে প্রশ্নচিহ্ন পাওয়া গেল। ট্রাম্প তার সমর্থকদের বিক্ষোভ থেকে দূরে থাকতে বললেও নিজেও এই হার মেনে নিতে পারেননি, তাই ইলেকশন চুরি করে জিতেছেন বাইডেন, এমনটাই প্রকাশ করেছেন একাধিকবার। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের সময় বিভিন্ন রাজ্যে ফলাফলকে অসদুপায়ে পরিবর্তনের চেষ্টা করলেও ব্যর্থ হয় উগ্র ট্রাম্প সমর্থনকারীরা। বর্তমানে ডোনাড ট্রাম্পকে ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লক করা হয়েছে এবং দেশজুড়ে তাকে ট্যুইটার থেকে নির্বাসিত করার দাবি উঠেছে।