ইমরান খানের নেতৃত্বে চলা পাকিস্তান এখন তীব্র দুঃসময়ের সম্মুখীন হয়েছে। বিরোধী গোষ্ঠীর লাগাতার আন্দোলনের সাঁড়াশি আক্রমণে ধরাশয়ী পাকিস্তান। তার মধ্যেই যমের কাঁটার মতো দুয়ারে এসে উপস্থিত হয়েছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) এর একটি সমীক্ষার তালিকা। তাদের ধূসর তালিকা থেকে বেরোতে পারল না পাকিস্তান। সংগঠনের তরফ জানানো হয়েছে যে সন্ত্রাসে আর্থিক মদত বন্ধ করতে পাকিস্তানকে যে পদক্ষেপ নিতে বলা হয়েছিল তা কিছুই আমল হয়নি। তাই এখনও FATF এর ধূসর তালিকায় রয়ে গিয়েছে পাকিস্তান। এরপর চলতি বছরের জুন মাসে এই তালিকা পুনর্বিবেচনা করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে FATF এর ধূসর তালিকার অন্তর্ভুক্ত হয়েছিল ইমরান খানের পাকিস্তান। তখন তাদেরকে ২০১৯ সালের মধ্যে তাদের দেশ থেকে সন্ত্রাসে আর্থিক মদত দিতে বারণ করা হয়েছিল। পরে করোনা পরিস্থিতিতে এই ডেডলাইন আরো বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ইমরান খানের প্রশাসন মরিয়া চেষ্টা করার পরও এখনো অব্দি ধূসর তালিকার বাইরে বেরোতে পারেনি ইসলামাবাদ। এরপর জুন মাসের আগে পাকিস্তান ধূসর তালিকা থেকে বেরোতে দেশে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে আশা করছে আন্তর্জাতিক সংস্থা।