ট্রাম্পের মন্ত্রিসভাতেও বাইডেনের মন্ত্রিসভার মতই ছিল ভারতীয়দের স্থান। কিন্তু, বাইডেন ব্যাপারটি দেখছেন একেবারে অন্যরকম ভাবে। জানা যায় ট্রাম্পের ভারতীয়দের প্রতি খুব একটা ভালো মনোভাব ছিল না। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাপারটি একেবারে অন্যরকম ভাবে দেখার চেষ্টা করছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি ঘোষণা করে দিলেন, এখন আমেরিকায় ভারতীয় দের আধিপত্য চলছে। এই প্রসঙ্গে তিনি বহু ভারতীয়র প্রশংসা করলেন এই মর্মে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী স্বাতী মোহন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস, এবং বাইডেনের বক্তৃতা লেখক বিনয় রেড্ডির প্রশংসা করতে দেখা গেল তাকে।
নাসার মহাকাশযান পার্সিভিয়ারেন্স সম্প্রতি পৌঁছে গিয়েছে মঙ্গলে। এবারে সেই মর্মে ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী স্বাতী মোহন এর ব্যাপারে মন্তব্য করলেন জো বাইডেন। এই পর্সিভিয়ারেন্স মঙ্গল যান প্রসঙ্গে কথা বলতে গিয়ে জো বাইডেন বললেন, "দেশে এখন ভারতীয়দের আধিপত্য চলছে"। এছাড়াও তিনি উল্লেখ করলেন আরো কয়েকজন ভারতীয় নাম। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস, মার্কিন বক্তৃতা লেখক বিনয় রেড্ডি এর নাম।