বন্ধুদের সাথে মাউন্ট রেইনার পর্বতে উঠছিলেন বছর ৪৫-এর মাইকেল নাপিনস্কি। মাঝপথে দলছুট হয়ে ঠিক করেন পরে নির্দিষ্ট পয়েন্টে আবার বন্ধুদের সাথে যোগ দেবেন তিনি। কিন্তু শরীর এবং আবহাওয়া সঙ্গ না দেওয়ায় ওইদিন নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেননি নাপিনস্কি। বন্ধু পর্বতারোহীরা নাপিনস্কির নিখোঁজ হওয়ার খবর পাঠান। পরে হেলিকপ্টারে করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় নাপিনস্কিকে। বরফে জমাট বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করার সময়ও তিনি বেঁচেই ছিলেন। কিন্তু হাসপাতালে এসে তাঁর হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়।
কিন্তু হাল ছাড়েননি চিকিৎসকরা। তৎক্ষণাৎ সিপিআর এবং অতিরিক্ত অক্সিজেনের সাপোর্ট দেওয়া হয় নাপিনস্কিকে। অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বের করার জন্য পাম্প করে রক্তও দেওয়া হয় ওঁর শরীরে। টানা ৪৫ মিনিট এই চিকিৎসা চলার পর আবার হৃদস্পন্দন ফিরে পান ওই পর্বতারোহী। দুদিন পর জ্ঞান ফেরে তাঁর। এই বিরল ঘটনায় হতবাক-বিস্মিত চিকিৎসক নার্সরা।