কোভ্যাক্সিন (Covaxin) টিকার দু'টো ডোজ নিয়েও মহা ফাঁপরে পড়েছেন ভারতীয় পড়ুয়ারা। আমেরিকার (America) কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এমন ফতোয়া জারি করেছে যে ক্যাম্পাসে আসা মাত্রই ফের টিকা নিতে হবে। এক্ষেত্রে কোন ভারতীয় টিকা কিংবা রুশ টিকা স্পুটনিক ভি-কে তাঁরা মান্যতা দেবে না। এমন অবস্থায় যেসব ভারতীয় পড়ুয়া ইতিমধ্যেই কোভ্যাক্সিন বা ওই জাতীয় ভারতীয় নিয়ে ফেলেছেন, তাঁরা পড়েছেন মহা সংকটে।
সূত্রের খবর, শুধু কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নয়, আমেরিকার নাকি অধিকাংশ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের স্পষ্ট দাবি, হু অনুমোদিত ফাইজার (Pfizer), মডার্না (Moderna) কিংবা জনসন অ্যান্ড জনসনের (Johnson And Johnson) যে কোনও একটা নিতেই হবে। এমন অবস্থায় ভারতীয় পড়ুয়াদের চরম সংকটে পড়তে হয়েছে। এক্ষেত্রে একটা টিকা নেওয়ার পর অন্য কোন টিকা নিলে শরীরে কী প্রভাব পড়তে পারে, সে বিষয়েও তাঁরা ধোঁয়াশার মধ্যে আছেন।
আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কোভ্যাক্সিন বা রুশ টিকা স্পুটনিক ভি-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অনুমোদন দেয়নি। তাই কোন রকমের ঝুঁকি নিতে নারাজ বিশ্ববিদ্যালয়। তাই হু অনুমোদিত টিকা নিতেই হবে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে অবশ্য কোন পড়ুয়া যদি কোভিশিল্ড টিকার দু ডোজ নিয়ে থাকেন, তাহলে কোন সমস্যাই নেই। কারণ কোভিশিল্ড হু-র অনুমোদন পেয়েছে।
আমেরিকায় প্রতি বছর ৪০০ বেশি বিশ্ববিদ্যালয়ে ২ লক্ষের কাছাকাছি ভারতীয় পড়ুয়া যায়। এমন অবস্থায় এই ফতোয়া জারিতে চরম সংকটে পড়েছেন তাঁরা। শুধুমাত্র পড়ুয়া নয়, কোভ্যাক্সিন যেহেতু হু-র ইমিগ্রেশন ইমার্জেন্সি ইউজ লিস্ট-এ নেই, সেক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে বলেও মনে করছেন একাংশ। যদিও কোভ্যাক্সিন নির্মাতা ভারত বায়োটেকের দাবি চলতি মাসেই অনুমোদন মিলে যাবে।