বৃহস্পতিবার আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর। যার জেরে সরকারী হিসাবে এখনও পর্যন্ত প্রান হারিয়েছেন ৭২ জন। তবে বেসরকারি হিসাবে সেই সংখ্যা ১০০র গণ্ডি পার করেছে। তবে এর মাঝেই চাঞ্চল্যকর দাবী করে বসল আফগান গোয়েন্দা সংস্থা, আফগানিস্তান ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি। তাঁদের দাবী, কাবুলের এই আত্মঘাতী হামলার খবর আগে থেকেই ছিল আমেরিকার কাছে।
আফগানি জাতীয় গোয়েন্দা বিভাগ দাবী করেছে, হাক্কানি নেটওয়ার্কের হামলা চালানো থেকে শুরু করে আইসিস জঙ্গি গোষ্ঠীর হামলার দায় নেওয়া, সমস্ত তথ্যই জঙ্গি গোষ্ঠী আগে থেকে দিয়ে রেখেছিল আমেরিকার কাছে। সাথে তাঁদের সংযুক্তি, কাবুল এয়ারপোর্টে বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়ার উপযুক্ত সমাধান হিসাবে বিস্ফোরণকেই একমাত্র উপায় বেছে নিয়েছিল হাক্কানি নেটওয়ার্ক।
তবে ভয়াবহ এই হামলার পরেই আফগানিস্তানের স্বঘোষিত রাষ্ট্রপতি আমরুল্লা সালেহ দাবী করেন, এই হামলার নেপথ্যে কুখ্যাত আফগান জঙ্গি গোষ্ঠী আইসিস-কের সঙ্গে তালিবান এবং হাক্কানি নেটওয়ার্কের গভীর যোগ রয়েছে। তবে আগে থেকে জানার পরেও জনসাধারণকে কেন সতর্ক করল না আমেরিকা, তা নিয়ে উঠছে প্রশ্ন।