একুশের নির্বাচনের প্রাক্কালে টলিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতির রং যে প্রকটভাবে লেগেছে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই প্রতিদিন তৃণমূল বা বিজেপি শিবিরে টলিউড তারকাদের যোগদানের হিড়িক চোখে পড়ার মতো ছিল। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূলে যোগদান করলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। সংগীত জগতে অদিতি মুন্সির নাম জানে না এমন কেউ নেই। তিনি আজকে দমদমের সাংসদ সৌগত রায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন।
অদিতি মুন্সি আজ ঘাসফুল শিবিরে যোগদান করে বলেছেন, "প্রাণের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ যে উনি আমাকে দলের একজন হিসেবে বিবেচনা করেছেন। দিদি সর্বদা সঙ্গীতশিল্পীদের কথা ভেবে এসেছেন। দিদি বাংলার শিল্পকে বাঁচিয়ে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করেছেন। তাই একজন শিল্পী হিসেবে দিদির কথা ভাবা আমার কর্তব্য। আমি আমার শ্বশুর ও স্বামী দেবরাজ চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেসে সক্রিয়ভাবে কাজ করতে দেখেছি। তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। আমিও মানুষের জন্য কাজ করে সেই আনন্দ উপভোগ করতে চাই। দিদি আমাকে যেমনভাবে নির্দেশ দেবেন আমি তেমন ভাবেই।" প্রসঙ্গত তৃণমূলে যোগদান করেই অদিতি মুন্সির তৃণমূল প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রকট হয়েছে। তিনি হয়তো আগামী বিধানসভা নির্বাচনে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারেন।