আগামী ৭ মার্চ ব্রিগেডে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। রাজ্য বিজেপির পরিবর্তন রথযাত্রা ঐদিন শেষ হতে চলেছে। আর ওই রথযাত্রা শেষ হবার দিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য বিজেপির সূত্রের খবর, পরিবর্তন রথযাত্রা শেষ দিন কোন বড় পরিকল্পনা করা হচ্ছিল বিজেপি সূত্রে। আগামী ৭ মার্চ তারিখে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সময় পাওয়া গিয়েছে। এই কারণে সেইদিন ব্রিগেডের জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমনিতেই মার্চের গোড়ার দিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তাই মনে করা হচ্ছে ওই ব্রিগেড সমাবেশ থেকে বাংলায় নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্যদিকে ব্রিগেডের ওই সবার আগে একবার না দুইবার বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ ফেব্রুয়ারি তিনি হুগলী-চুঁচুড়া জনসভা করবেন। সেখানে তিনি দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অনুষ্ঠানে যোগদান করতে চলেছেন। তার সাথেই ২৮ ফেব্রুয়ারি রাজ্য আসতে চলেছে নরেন্দ্র মোদি। সেই দিন বাংলার জন্য তিনি কিছু বড় ঘোষণা নিয়ে রাজ্যে আসবেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন ঘোষণার আগে যদি রাজ্যে আসেন তাহলে বিজেপি কর্মী সমর্থকদের জন্য সেটা অতিরিক্ত অক্সিজেনের কাজ করবে। তার সাথে সাথেই বাংলার মানুষের কাছে বিজেপির গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি করবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।