একুশে নির্বাচনের আগে এবার মাদকসহ গ্রেপ্তার হল বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। তাকে আজ অর্থাৎ শুক্রবার নিউ আলিপুরে আবাসনের কাছে গাড়ি পার্কিং করতে গেলে পুলিশ পামেলাকে হাতেনাতে ধরে। তার গাড়ি থেকে পুলিশ ১০০ গ্রাম কোকেনের প্যাকেট পেয়েছে। এছাড়াও নিউ আলিপুর থেকে প্রায় কয়েক লক্ষ টাকার কোকেন উদ্ধার করে পুলিশ। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গী প্রবীর দে কেও। জানা গিয়েছে, হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক ছিলেন পামেলা গোস্বামী। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারি করার অভিযোগ ছিল। পুলিশ বেশ কিছুদিন ধরেই খোঁজখবর নেয়ার পর একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ নিউ আলিপুরে এনআর এভিনিউ দিয়ে যাওয়ার সময় যুবনেত্রীর গাড়ি ধাওয়া করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ওই বিজেপি নেত্রী পালাতে চাইলে পুলিশ ৮ টি গাড়ি দিয়ে চারপাশ থেকে তাকে ঘিরে ধরে। এই মুহূর্তে তার আর পালানোর কোন পথ ছিল না। বিজেপি নেত্রীর সাথে ছিলেন তার মাদক কারবারের সঙ্গী প্রবীর দে। পুলিশ ধরার পর তল্লাশি করে হাতব্যাগ ও গাড়ি থেকে কোকেন উদ্ধার করে। ওই যুব নেত্রীর কাছে লক্ষ লক্ষ টাকার কোকেনসহ অন্যান্য মাদক আছে বলে জানিয়েছে পুলিশ। এতদিন ধরে খাস কলকাতায় বসে প্রবীর দে এর সাহায্যে মাদক পাচার করত সে। তবে শেষ রক্ষা হয়নি আর। এখনো অব্দি বিজেপি সূত্রে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।