একুশে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক অস্থিরতা। প্রায়শই খবরের শিরোনামে তৃণমূল-বিজেপি দ্বন্দ্বের কথা সামনে আসছে। এবার কলকাতার বুকে ফুলবাগান থানা এলাকার কাঁকুরগাছিতে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলত্যাগী নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। সেই হামলায় আক্রান্ত বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি শিবাজী সিংহ রায়। এখন অব্দি ঘটনার প্রেক্ষিতে কোন কাউকে গ্রেপ্তার করা হয়নি।


বিজেপি সূত্রে জানা গিয়েছে যে কিছুদিন আগে বিজেপি নেতা প্রসেনজিৎ সাউয়ের ওপর হামলা হয়। আর এই ঘটনার প্রতিবাদ করতে গত বুধবার রাতে জনসভা করেন শুভেন্দু অধিকারী। তার ডেপুটি কমিশনারের অফিসে যাওয়ার কথা ছিল। সেখানে যাত্রাপথে মিছিল ফুলবাগান মোড় থেকে কিছুটা এগোতেই মিছিলের উদ্দেশ্যে ইট লোহার রড দিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেখান থেকে শুভেন্দু অধিকারী ইট বৃষ্টি থেকে বাঁচতে অন্যত্র চলে গেলে সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলরা। অবশ্য এই ঘটনার দায় অস্বীকার করে ঘাসফুল শিবির। বরং উল্টো পাল্টা অভিযোগ করেন যে বিজেপি হামলা চালিয়েছে। তাই তারা পরেশ পাল এর নেতৃত্বে ডিসি অফিসের সামনে বিক্ষোভে অবতীর্ণ হয়েছে।