২৯ মার্চ, ২০২৩
সম্পাদকীয়

আসন্ন নির্বাচনে জনমত সমীক্ষাগুলিতে এগিয়ে তৃণমূল কংগ্রেসই

কমছে পদ্মের বিস্তার
তৃণমূল-বিজেপি-কংগ্রেস-বামফ্রন্ট Bengali News
তৃণমূল-বিজেপি-কংগ্রেস-বামফ্রন্ট
srirupa-banerjee
শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ৮:০৪

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্বে সরগরম পশ্চিমবঙ্গ। উত্তেজনায় ফুটছে রাজ্যের রাজনৈতিক মহল। এ রাজ্যে ২৭ মার্চ শুরু হয়ে আট দফার ভোট শেষ হবে ২৯ এপ্রিল। কোন দল জিতবে তা নিশ্চিতভাবে জানতে হলে অপেক্ষা করতে হবে ২ মে ফলাফল প্রকাশের দিন পর্যন্ত। কিন্তু তার আগেই কয়েকটি সংস্থার করা সমীক্ষায় ফুটে উঠেছে আগামী দিনের সম্ভাব্য ছবি। দেখা যাচ্ছে, সবগুলি সমীক্ষাতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, পিছিয়ে বিজেপি।

জনমত সমীক্ষার একটি রিপোর্ট প্রকাশ করেছে টাইমস নাও-সি ভোটার, গত ৮ মার্চ। এই সমীক্ষায় উঠে এসেছে ১৫৭টি আসনে জিতে তৃণমূল কংগ্রেসের ফের ক্ষমতায় ফেরার সম্ভাবনা। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ১৪৮টি আসনে জিততে হবে। সমীক্ষা বলছে সেই ‘ম্যাজিক আসনসংখ্যা'র চেয়ে এবার ৯টি বেশি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস। এদের মতে ২০১৬ সালের তুলনায় বাড়তে পারে বিজেপির ১০৪টি আসন। এবার তারা পেতে পারে ১০৭টি আসন। আর বাম-কংগ্রেস-আব্বাস সিদ্দিকি জোটের জেতার সম্ভাবনা রয়েছে ৩৩টি আসনে।

যদিও এই সমীক্ষার মতে, ৮৯টি আসনে শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপির পাওয়া ভোটের পার্থক্য খুবই কম হওয়ার সম্ভাবনা। এই আসনগুলিতে মাত্র ১.৫ শতাংশ ভোটের এদিক-ওদিক হলেই পাল্টে যেতে পারে ফলাফল। এই ৮৯টির মধ্যে তৃণমূল কংগ্রেসকে ৪২টিতে, বিজেপিকে ৩৬টিতে এবং বাম-কংগ্রেস-সিদ্দিকি জোটকে ১১টি আসনে এগিয়ে রাখছে সমীক্ষা। এমনই একটি সমীক্ষা চালিয়েছে সিএনএক্স-এবিপি আনন্দ। মোট ১১৭টি আসন বেছে নিয়ে ৯ হাজার ৩৬০ জন মানুষের মতামতের ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছে তারা, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। সেখানেও প্রায় একই ছবি দেখা যাচ্ছে। এই সমীক্ষা অনুযায়ী, ১৫৪ থেকে ১৬৪টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। বিজেপি পেতে পারে ১০২ থেকে ১১২টি আসন। বাম-কংগ্রেস-সিদ্দিকি জোটের জন্য এই সমীক্ষা বরাদ্দ করেছে ২২টি থেকে ৩০টি আসন। বাকিদের ১ থেকে ৩টি আসন পাওয়ার সম্ভাবনা।

নির্বাচনী প্রার্থী

Loading...

পশ্চিমবঙ্গে নির্বাচনী ফলাফল নিয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে আরও একটি সমীক্ষা করেছিল সিএনএক্স। সেখানে বলা হয়েছিল, তৃণমূল পেতে পারে ১৪৬ থেকে ১৫৬টি আসন। বিজেপির ১১৩ থেকে ১২১টিতে জেতার সম্ভাবনা। স্পষ্টতই, তাদের সাম্প্রতিক সমীক্ষায় তৃণমূলের আসনসংখ্যা বাড়ার এবং বিজেপির কমার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।

আসনসংখ্যা বাড়লেও এই সংস্থার দুটি সমীক্ষাতেই তৃণমূলের ভোট শতাংশ একই– ৪২ শতাংশ। বিজেপির ভোট শতাংশ ৩৭ থেকে কমে ৩৪ হওয়ার ইঙ্গিত রয়েছে এবারের সমীক্ষায়। পশ্চিমবঙ্গের সঙ্গে ভোট হতে চলেছে আসাম, তামিলনাড়ূ, কেরালা ও পুদুচেরিতেও। টাইমস নাও-সি ভোটার-এর সমীক্ষা রিপোর্ট বলছে, আসামে অল্প ব্যবধানে হলেও বিজেপিরই জয় ধরে রাখার সম্ভাবনা। কেরালায় ফিরতে পারে বামেরা। তামিলনাড়ূতে ডিএমকে নেতৃত্বাধীন জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা। অন্যদিকে পুদুচেরিতে জয়ী হতে পারে বিজেপি-জোট।

সমীক্ষার সম্ভাব্য ফলাফল বাস্তবের কতটা কাছাকাছি যায়, তা দেখারই অপেক্ষা এখন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
২৫ ফেব্রুয়ারি

বুধবার তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে

Kunal leg
২ ফেব্রুয়ারি

মেলায় উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা প্রমুখ

Saayoni kunal duet song
২৬ জানুয়ারি

ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন মিশরের রাষ্ট্রপতি

Indian national flag
১৯ জানুয়ারি

ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Mamata tmc
১৭ ডিসেম্বর

উঠতে পারে গরুপাচার থেকে বিসএসের অতি সক্রিয়তার বিষয়ও

mamata banerjee amit shah
৯ ডিসেম্বর

বেপরোয়া বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুণাল ঘোষের গাড়ি

Kunal Ghosh new
৫ ডিসেম্বর

রেজিস্ট্রি ম্যারেজেই আবদ্ধ হলেন প্রিয়তমার সঙ্গে, বাংলার 'হার্টথ্রব' শতরূপ

Shatarup Paheli
২১ নভেম্বর

"কোনও লবিবাজি চলবে না", স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর

Mamata tmc
১৪ নভেম্বর

সুস্থতা কামনা করে 'গেট ওয়েল সুন’ লেখা কার্ড এবং অভিষেকের ছবি পাঠাবে তৃণমূল

Abhisek Banerjee new
১৩ নভেম্বর

অসহায় রোগীদের কথা জানতে পেরেই অভিনেত্রী তাঁদের পাশে থাকার সিদ্ধান্ত নেন

Mimi Chakraborty 30th Nov