১৯ এপ্রিল, ২০২৪
সম্পাদকীয়

আসন্ন নির্বাচনে জনমত সমীক্ষাগুলিতে এগিয়ে তৃণমূল কংগ্রেসই

কমছে পদ্মের বিস্তার
তৃণমূল-বিজেপি-কংগ্রেস-বামফ্রন্ট Bengali News
তৃণমূল-বিজেপি-কংগ্রেস-বামফ্রন্ট
srirupa-banerjee
শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ৮:০৪

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্বে সরগরম পশ্চিমবঙ্গ। উত্তেজনায় ফুটছে রাজ্যের রাজনৈতিক মহল। এ রাজ্যে ২৭ মার্চ শুরু হয়ে আট দফার ভোট শেষ হবে ২৯ এপ্রিল। কোন দল জিতবে তা নিশ্চিতভাবে জানতে হলে অপেক্ষা করতে হবে ২ মে ফলাফল প্রকাশের দিন পর্যন্ত। কিন্তু তার আগেই কয়েকটি সংস্থার করা সমীক্ষায় ফুটে উঠেছে আগামী দিনের সম্ভাব্য ছবি। দেখা যাচ্ছে, সবগুলি সমীক্ষাতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, পিছিয়ে বিজেপি।

জনমত সমীক্ষার একটি রিপোর্ট প্রকাশ করেছে টাইমস নাও-সি ভোটার, গত ৮ মার্চ। এই সমীক্ষায় উঠে এসেছে ১৫৭টি আসনে জিতে তৃণমূল কংগ্রেসের ফের ক্ষমতায় ফেরার সম্ভাবনা। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ১৪৮টি আসনে জিততে হবে। সমীক্ষা বলছে সেই ‘ম্যাজিক আসনসংখ্যা'র চেয়ে এবার ৯টি বেশি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস। এদের মতে ২০১৬ সালের তুলনায় বাড়তে পারে বিজেপির ১০৪টি আসন। এবার তারা পেতে পারে ১০৭টি আসন। আর বাম-কংগ্রেস-আব্বাস সিদ্দিকি জোটের জেতার সম্ভাবনা রয়েছে ৩৩টি আসনে।

যদিও এই সমীক্ষার মতে, ৮৯টি আসনে শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপির পাওয়া ভোটের পার্থক্য খুবই কম হওয়ার সম্ভাবনা। এই আসনগুলিতে মাত্র ১.৫ শতাংশ ভোটের এদিক-ওদিক হলেই পাল্টে যেতে পারে ফলাফল। এই ৮৯টির মধ্যে তৃণমূল কংগ্রেসকে ৪২টিতে, বিজেপিকে ৩৬টিতে এবং বাম-কংগ্রেস-সিদ্দিকি জোটকে ১১টি আসনে এগিয়ে রাখছে সমীক্ষা। এমনই একটি সমীক্ষা চালিয়েছে সিএনএক্স-এবিপি আনন্দ। মোট ১১৭টি আসন বেছে নিয়ে ৯ হাজার ৩৬০ জন মানুষের মতামতের ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছে তারা, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। সেখানেও প্রায় একই ছবি দেখা যাচ্ছে। এই সমীক্ষা অনুযায়ী, ১৫৪ থেকে ১৬৪টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। বিজেপি পেতে পারে ১০২ থেকে ১১২টি আসন। বাম-কংগ্রেস-সিদ্দিকি জোটের জন্য এই সমীক্ষা বরাদ্দ করেছে ২২টি থেকে ৩০টি আসন। বাকিদের ১ থেকে ৩টি আসন পাওয়ার সম্ভাবনা।

নির্বাচনী প্রার্থী

Loading...

পশ্চিমবঙ্গে নির্বাচনী ফলাফল নিয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে আরও একটি সমীক্ষা করেছিল সিএনএক্স। সেখানে বলা হয়েছিল, তৃণমূল পেতে পারে ১৪৬ থেকে ১৫৬টি আসন। বিজেপির ১১৩ থেকে ১২১টিতে জেতার সম্ভাবনা। স্পষ্টতই, তাদের সাম্প্রতিক সমীক্ষায় তৃণমূলের আসনসংখ্যা বাড়ার এবং বিজেপির কমার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।

আসনসংখ্যা বাড়লেও এই সংস্থার দুটি সমীক্ষাতেই তৃণমূলের ভোট শতাংশ একই– ৪২ শতাংশ। বিজেপির ভোট শতাংশ ৩৭ থেকে কমে ৩৪ হওয়ার ইঙ্গিত রয়েছে এবারের সমীক্ষায়। পশ্চিমবঙ্গের সঙ্গে ভোট হতে চলেছে আসাম, তামিলনাড়ূ, কেরালা ও পুদুচেরিতেও। টাইমস নাও-সি ভোটার-এর সমীক্ষা রিপোর্ট বলছে, আসামে অল্প ব্যবধানে হলেও বিজেপিরই জয় ধরে রাখার সম্ভাবনা। কেরালায় ফিরতে পারে বামেরা। তামিলনাড়ূতে ডিএমকে নেতৃত্বাধীন জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা। অন্যদিকে পুদুচেরিতে জয়ী হতে পারে বিজেপি-জোট।

সমীক্ষার সম্ভাব্য ফলাফল বাস্তবের কতটা কাছাকাছি যায়, তা দেখারই অপেক্ষা এখন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১৩ জানুয়ারি

ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং হেমাটোলজির চিকিৎসকরা মদন মিত্রকে দেখছেন

Madan mitra white
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
৩১ আগস্ট

রাখি বন্ধনের দিন ‘জলসা’য় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Amitabh house
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
২০ আগস্ট

যাদবপুর-সহ নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও, কোনও উত্তর দেননি ডায়মন্ডহারবারের সাংসদ

Abhisekh White sit boom
২২ জুলাই

বিজেপিকে মহিলারাই দেশ থেকে বের করে দেবে : মুখ্যমন্ত্রী

Mamata Banerjee rain
১৩ জুলাই

২ লক্ষ টাকা ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে না, কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে : তোপ শুভেন্দু অধিকারীর

Mamata Banerjee smilee
১১ জুলাই

খুন সংঘর্ষ, গা জোয়ারি কিছুই বাদ নেই : রাজ্যপাল

madan mitra 2
২৪ জুন

মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee smilee
৩০ মে

তাঁর সৃষ্টিতে নারীই হয়ে ওঠেন মূল 'প্রটাগোনিস্ট', চরিত্র নির্মাণে ছক ভেঙেছিলেন ঋতুপর্ণ ঘোষ

Rituparno Ghosh
২৭ মে

বাড়ি-অফিস খুঁজে মোটে আটটি ২০০০ টাকার নোট পেয়েছেন মুখ্যমন্ত্রী

Mamata tmc
১৮ মে

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি

Abhisekh White sit boom