শিয়রে পঞ্চায়েত ভোট। এবার পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM)। কাল বাদে পরশু তাঁর জনসভা করার কথা কোচবিহারে, এবং মঙ্গলবার জলপাইগুড়িতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। বলাবাহুল্য, গত পঞ্চায়েত নির্বাচনে এই দুই জেলায় তৃণমূলের জয়জয়কার হলেও, লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি এবং কোচবিহারে বিজেপির কাছে পরাস্ত হয় তৃণমূল।
তৃণমূল জেলা নেতৃত্বের তরফে জানা গিয়েছে, কাল বিকেলেই কোচবিহার পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। এবং সোমবার কোচবিহারের চান্দামারীতে বেলা ১১টায় প্রাণনাথ হাই স্কুলের মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শোনা যাচ্ছে, জলপাইগুড়ির সভা শেষ করে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচারে যাবেন তৃণমূল নেত্রী।