৪ ডিসেম্বর, ২০২৪
সম্পাদকীয়

প্রসঙ্গ গঙ্গাসাগর মেলা: অর্থনীতি, রাজনীতির ধর্মীয় মিশেল

করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার যৌক্তিকতা কতটা? কেবলই কি ধর্মীয় পুণ্যার্জন নাকি অন্যকিছু?
Gangasagar Mela Monk Bengali News
নিজস্ব চিত্র
rajkumar-giri
রাজকুমার গিরি
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ২০:০৭

কথায় আছে, "সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার!" অনেকেই মজা করে বলছেন এই 'একবার' আবার জীবনের 'শেষবার' নয় তো? এ প্রশ্নের উত্তর এখন সম্ভব নয়, আরও দিন কয়েকের অপেক্ষা। যদিও এর পরিণতি ঠিক কী হতে পারে কেবল অনুমান করতে পারি, সিদ্ধান্ত নয়।

এবারের গঙ্গাসাগর মেলা 'সুপার স্প্রেডারের' মূল কারণ হয়ে উঠতে পারে, এমনই আশঙ্কা করছেন একাংশ। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিভিন্ন মেলা, নির্বাচন, অনিয়ন্ত্রিত জমায়েতের একটা বড় ভূমিকা ছিল, একথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল। আগেই ভারতকে সতর্ক-ও করা হয়েছিল, কিন্তু ভুল থেকেও শিক্ষা নেয়নি দেশ। আর বর্তমানে দেশে যেখানে দৈনিক সংক্রমণ লক্ষাধিক, সেখানে গঙ্গাসাগর মেলার যৌক্তিকতা কতটা এমন প্রশ্নও তুলেছেন একাংশ। চিকিৎসক সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে সাগরমেলা বন্ধের চিঠি পাঠানো হয়েছে। হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন একজন চিকিৎসক। শর্তসাপেক্ষে মেলার অনুমতি দিয়েছে আদালত।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, মানুষ স্বতঃপ্রণোদিতভাবে মেলায় আসতে চাইলে তিনি আটকাবেন কোন উপায়ে? মুখ্যমন্ত্রীর একথায় যুক্তি আছে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের দাবি, গঙ্গাসাগর মেলায় উত্তর-পূর্ব ভারতের উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিসগড়, এমনকী রাজস্থান, পাঞ্জাবের থেকে একটা বড় অংশের মানুষ আসেন পুণ্য অর্জনের প্রত্যাশায়। ধর্মীয় যৌক্তিকতা তো একটা অংশের মানুষের আছেই, সেই সঙ্গে গঙ্গাসাগর মেলার সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি ও রাজনীতির এক ধর্মীয় মিশেল!

সাগরমেলা দিন কয়েকের। আর তাতেই কয়েক লক্ষ মানুষের সমাগম। এই কয়েক দিনের মেলার মাধ্যমে কয়েক হাজার মানুষের রোজগারের একটা বড় অংশ জড়িত। মেলায় আগত মানুষের থাকা, খাওয়া কিংবা আনুষঙ্গিক পুণ্য অর্জনের যাবতীয় ব্যবস্থাপনার সঙ্গে জড়িত আছে সেই এলাকার মানুষের রুজিরুটির প্রশ্ন। আর রাজনীতি তো আছেই! রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বারবার এই প্রশ্ন তুলেছেন, গঙ্গাসাগর মেলা ঘিরে কতিপয় রাজনৈতিক নেতার ষোলআনা পকেটভর্তির কথা এই প্রথম নয়, শুরুর থেকেই চলে আসছে। মেলা বন্ধ হলে মানুষের পুণ্য অর্জনে কতটা খামতি পড়বে সে প্রশ্নের উত্তর না থাকলেও গঙ্গাসাগরের কত সাধারণ মানুষ যে তাঁদের বছরের একটা বড় আয় থেকে বঞ্চিত হবেন কিংবা রাজনৈতিক নেতাদের রাজনৈতিক সুবিধালাভের পথরোধ ঘটবে - তা বলাই বাহুল্য!

কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলার কথা বলেছে আদালত। তার জন্য তৈরি হয়েছে তিন সদস্যের একটি দল। লক্ষাধিক মানুষের করোনার বিধি-নিষেধ মেনে পুণ্য অর্জন কতটা সম্ভব, তা-ও সময় বলবে। একটা কথা বলা যায়, গঙ্গাসাগর মেলা কেবল পুণ্যার্থীদের নয়, এর সঙ্গে জড়িত অর্থনীতি ও রাজনীতির জটিল ঘোরপ্যাঁচ। আজ 'বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?', ঠিক এর মতোই 'সাধুদের নাকে মাস্ক পরাবে কে?' এই প্রশ্নই এখন ঘুরছে গঙ্গাসাগরের আনাচে-কানাচে!

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
৩০ মে

তাঁর সৃষ্টিতে নারীই হয়ে ওঠেন মূল 'প্রটাগোনিস্ট', চরিত্র নির্মাণে ছক ভেঙেছিলেন ঋতুপর্ণ ঘোষ

Rituparno Ghosh
৯ মে

আজ বাঙালির 'রবি-পুজো', জেনে নিন কবির জীবনের নানা অজানা কাহিনী

Rabindranath Thakur 2
১৪ এপ্রিল

সম্রাট আকবরের হাত ধরেই বাংলায় এসেছে নববর্ষ, জানুন বিশদে

Bengali Puja
১৫ মার্চ

অভিনেত্রীর ওপর বিশ্বাস বজায় রেখেই তাকে সার্পোট করে যাচ্ছেন অনুগামীরা

srabanti and roshan
১৪ মার্চ

যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, তাদের জন্য আমার কোনও দয়া নেই : মুখ্যমন্ত্রী

mamata banerjee speech
২৬ জানুয়ারি

ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন মিশরের রাষ্ট্রপতি

Indian national flag
১৩ অক্টোবর

আগামী ২১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, আলোতে এবং ভালোতে ভরে উঠবে পরিবেশ

Diya
৫ সেপ্টেম্বর

২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসই হোক জাতীয় শিক্ষক দিবস, দাবি বাংলাপক্ষের

Teachers' Day Sarvepalli Radhakrishnan
৫ সেপ্টেম্বর

করোনার সুযোগে অঙ্গ পাচারের ছক, হাইকোর্টের নির্দেশে ডিএনএ পরীক্ষা

covid 19 dead body corona
৩ সেপ্টেম্বর

তিনিই মহানায়ক, নারী মনোহরণের ব্রান্ড অ্যাম্বাস্যাডার উত্তমকুমার

Uttam kumar 3
২১ আগস্ট

বাঙালী হুল্লোড় প্রিয়। হুল্লোড় আর আমোদে বাঁচতে ভালোবাসে সে। কিন্তু তা বলে সত্যকে দূরে রেখে, শুধু হুজুগে মেতে থাকা আর কতদিন!

Absolute Barbecues Kolkata