একুশে বিধানসভা নির্বাচনের আগে দলবদল ট্রেন্ডে গা ভাসিয়ে অনেক তৃণমূল নেতা গেরুয়া শিবিরে গিয়ে যোগদান করেছেন। সেইসাথে এখন আবার টলিউডে রাজনীতির রং লেগে গেছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার অমিত শাহের কাকদ্বীপের জনসভায় তৃণমূল ছেড়ে দলবদলের হাওয়াতে ভেসে বিজেপিতে যোগদান করলেন অভিনেতা হিরণ চক্রবর্তী। সে যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে ছিলেন। কিন্তু আজ ঘাসফুল শিবিরকে বিদায় জানিয়ে অমিত শাহের হাত থেকে দলীয় পতাকা নিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি।
গেরুয়া শিবিরে যোগদান করে অভিনেতা হিরণ চক্রবর্তী বলেছেন, "বাংলায় লক্ষী ফিরিয়ে আনতে হবে। কারণ এখানে অলক্ষ্মীর প্রভাব পড়েছে। বাংলায় কর্মসংস্থান নেই বলে যুবসম্প্রদায় বাইরে চলে যাচ্ছে। তাদের সবাইকে বাংলায় ফেরাতে হবে। তার জন্য অলক্ষ্মীর প্রভাব কাটিয়ে লক্ষী ফিরিয়ে আনতে হবে।" হিরনের দলবদলের পর এমন বক্তব্য রাজনৈতিকভাবে সত্যিই তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, প্রথমে টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর গতকাল নুসরত ঘনিষ্ঠ অভিনেতা যশ ও অন্যান্য অভিনেত্রী যেমন সৌমিলি, পাপিয়া গেরুয়া শিবিরে যোগদান করেছে। আসলে একুশে বিধানসভা নির্বাচনের আগে টলি তারকাদের টিকিট দিতে চাইছে বিজেপি। গেরুয়া শিবির বাংলার মানুষের চেনা মুখ দিয়ে ভোট বৈতরণী পার করতে চাই।