একুশে বাংলা বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের পূর্ণ উদ্যমে ভোট প্রচারের কাজে মাঠে নেমে পড়েছে। কিন্তু এরইমাঝে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস শিবির। নির্বাচন প্রাক্কালে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল টেস্ট করে জানা গিয়েছে যে তার সোয়াইন ফ্লু হয়েছে। গতকালই তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল। কিন্তু চিকিৎসকরা তাকে কিছুদিন অবজারভেশনে রাখার প্রস্তাব দিয়েছেন। সেইসূত্রে এই মুহূর্তে সোহমের রাজনীতির সক্রিয় ময়দানে অবতীর্ণ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, সোহম চক্রবর্তী ঘাসফুল শিবিরের হয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুরে প্রার্থী হয়েছেন। এই বিধানসভা কেন্দ্রের ভোট ১ লা এপ্রিল। এই মুহূর্তে জোরকদমে এই কেন্দ্রের প্রচার হওয়া উচিত। কিন্তু বর্তমানে চিকিৎসকদের কথা অনুযায়ী নির্বাচনের আগে সোহম চক্রবর্তীর আর পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার করার কোনো সম্ভাবনা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, সোহম চক্রবর্তী ২০১৪ সালে তৃণমূলে যোগদান করে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেছিলেন। ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করলেও জয়ের মুখ দেখেননি তিনি। এবারেও নির্বাচনের ঠিক আগে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রচার করতে না পারায় তার জয়লাভের সম্ভাবনার আগে জিজ্ঞাসা চিহ্ন দেখা যাচ্ছে।