বিধানসভা ভোটের জন্য বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে আগামী সোমবার অথবা মঙ্গলবার। রাজ্য বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগে অন্তত ১০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে ভারতীয় জনতা পার্টি। তারপর বাকি সমস্ত আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হতে চলেছে। জানা যাচ্ছে প্রথম দফায়, ইতিমধ্যেই ১৫০ আসনের প্রার্থী তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে বিজেপি সদর দপ্তরে। সেখান থেকে শিলমোহর এর অপেক্ষায় রয়েছে শুধুমাত্র। বাকি আসনের তালিকা আগামী কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আর এই তালিকার মধ্যে কমপক্ষে তিনজন থেকে ছয় জনের নাম রাখা হয়েছে। এছাড়াও আগামী বিধানসভা ভোটে বিজেপির তরফ এ লড়াই করতে চলেছেন ১৫ জন হেভিওয়েট প্রার্থী।


ইতিমধ্যেই রাজ্যে বিজেপি অন্দরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে কারা বঙ্গ বিজেপির হয়ে প্রার্থী হবেন সেই নিয়ে। দফার সঙ্গে সাযুজ্য রেখে তালিকা প্রকাশ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।বঙ্গ বিজেপির থেকে ইতিমধ্যেই নাম পাঠানো শুরু হয়ে গিয়েছে এবং আগামী ৪ - ৫ দিনের মধ্যে দলের সংসদীয় নির্বাচন কমিটিতে তালিকা ঘোষণা করা হবে। তবে এবারে লক্ষণীয় বিষয় হতে চলেছে বিজেপির তারকা প্রার্থীরা। জানা যাচ্ছে এবারে একঝাঁক তারকা প্রার্থী বিজেপি টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। টলিউডের একটা বড় অংশ ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেছেন। তাদের মধ্যে রয়েছেন অঞ্জনা বসু, পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, ঋষি কৌশিক, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র প্রমূখ। সম্প্রতি আবার যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ সহ আরো বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করলেন। মনে করা হচ্ছে এদের মধ্যে অনেককেই এবারের বিধানসভা নির্বাচনে টিকিট দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আশা করা হচ্ছে এবারে টিকিট পেতে চলেছেন ক্রীড়াজগতের স্বনামধন্য ফাস্ট বোলার অশোক দিন্দা।