আন্তর্জাতিক নারী দিবসের দিন বিজেপি শিবিরে যোগ দিলেন তৃণমূলের বহু নেতা। এ তালিকায় ছিল চার জন বিধায়ক এর নাম এছাড়াও ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। টলিউড জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন তনুশ্রী চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তিনি বিজেপিতে আসতে চলেছেন। আজ সেই জল্পনায় সীলমোহর লাগলো। এদিকে যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এছাড়াও ছিলেন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, সাথেই ছিলেন সব্যসাচী দত্ত। এবং ধারাভাষ্য করছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেবার সময় তনুশ্রী চক্রবর্তীর পরনে ছিল সাদা রঙের সালোয়ার এবং হলুদ দোপাট্টা।
এই ঘটনার ঠিক ২৪ ঘন্টা আগে বিজেপিতে যোগদান করেছেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও দিন কয়েক আগে থেকে টলি তারকার যোগদান করতে শুরু করেছেন গেরুয়া শিবিরে। টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত, শ্রাবন্তী এবং আরো অনেকে বিজেপিতে যোগদান করেছেন। দিন কয়েক আগে পর্যন্ত তৃণমূলের যুব মোর্চার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। তিনিও যোগদান করেছেন বিজেপিতে। অন্যদিকে টলিউড তারকা রুদ্রনীল ঘোষ এবং কৌশিক রায় এখন রয়েছেন বিজেপিতে। তাই নির্বাচনের আগে বিজেপিতে চাঁদের হাট।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন, এনারা আসছেন তার সব লাভ বিজেপি পাবে। এরা আসছেন কাজ করার জন্য। আর সেই সুযোগ বিজেপি করে দেবে। তবে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছেনা, বিজেপির থেকে এবার নির্বাচনের টিকিট এদেরকে দেওয়া হবে কিনা। এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা থেকে তেমন কোনো তারকা প্রার্থীর নাম মেলেনি। শুধুমাত্র ময়না আসন থেকে দাঁড়াচ্ছেন অশোক দিন্দা। তাই বিজেপির টিকিট নিয়ে ধোয়াশা থেকেই গেলো।