একদিকে বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠছে। আবার অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় গতকাল আক্রমণ শানিয়েছেন। গতকাল অর্থাৎ বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে রাজ্যের বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন। আর সেখান থেকেই তিনি RSS ও বিজেপির বিরুদ্ধে একসূত্রে কটাক্ষ করেছেন। তিনি এদিন ভারতীয় জনতা পার্টির শিবসেনার হিন্দুত্ব নিয়ে বক্তব্যের প্রসঙ্গ তুলে কটাক্ষ করে বলেছেন, "শিবসেনাকে হিন্দুত্ব শেখাতে হবে না। বিজেপির হিন্দুত্ব শেখানোর যোগ্যতা নেই।"
এদিন বাজেট অধিবেশনে বসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ভব ঠাকরে বিজেপি কে নিশানা করে বলেছেন, "আপনারা কাশ্মীরকে আলাদা করেছে সরকার তৈরি করেছেন এবং দেশের শক্তিকে ভাগ করে দিয়েছেন। তখন আপনাদের হিন্দু ধর্মে আঘাত লাগেনি?" এছাড়াও তিনি কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গ তুলে বলেছেন, "এতদিনে কতজন কাশ্মীরি পন্ডিতকে আপনারা ঘর থেকে বিতাড়িত করেছেন? আমাদের হিন্দুধর্ম শেখাতে আসবেন না। বিজেপির থেকে শিবসেনা হিন্দুধর্ম পালনে বেশি যোগ্যতা রাখে।"