একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) তৃণমূল কংগ্রেসের (TMC) বাংলা জয়ের পর এবার লক্ষ্য ত্রিপুরা (Tripura)। আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মাটিতে শক্ত ঘাঁটি স্থাপন করতে চায় ঘাসফুল শিবির। এরজন্য কিছুদিন আগে সেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরা জয়ের জন্য চলতি সপ্তাহে ত্রিপুরা যেতে পারেন ঘাসফুল তারকা সাংসদ দেব (Dev)। যদিও দলের পক্ষে অফিশিয়ালি এখনও সফরের দিনক্ষণ উল্লেখ করা হয়নি। এমনকি টলিউড তারকা নিজেও এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, অতি শীঘ্রই ত্রিপুরার মাটিতে পা রাখবেন দেব। সেখানে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। বিজেপি নেতা বিপ্লব দেবের শক্ত ঘাঁটিতে দেবের সফর জাতীয় রাজনীতিতে যে বিস্তর প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।
টলিউড অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব বরাবরই অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকে আলাদা আঙ্গিকে কাজ করেন। তিনি হিংসার বদলে সকলের পাশে দাঁড়িয়ে এগিয়ে চলতে পছন্দ করেন। ঘাসফুল শিবিরের সৈনিক হয়ে প্রত্যেক মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলা তাঁর অন্যতম লক্ষ্য। ত্রিপুরার পরিস্থিতিতে দেবের শান্ত স্বভাব হয়তো সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে ত্রিপুরাবাসীর মনে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের শুরুতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে গিয়ে ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূল নেতা জয়া দত্ত, সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্য। তাঁদের ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করলে কলকাতা থেকে জরুরি ভিত্তিতে ত্রিপুরা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই আক্রমণের ঘটনার দায় স্বরাষ্ট্রমন্ত্রকের ওপরে চাপিয়ে দেন। এবার বিপ্লব ঘাঁটিতে "দেবের" আগমন, কেমন পরিস্থিতি সৃষ্টি করে, সেটাই দেখার।