রূপকথার গল্পে ছিল গাছ নাড়ালে কাড়ি কাড়ি টাকা। তবে এ রূপকথার গল্প নয়, বাস্তবে পাইপের ভেতর থেকে বেরোচ্ছে লক্ষ লক্ষ টাকা। দৃশ্য দেখে তদন্তকারী অফিসারদের তো চক্ষু চড়কগাছ! যেন কোন ফিল্মের গল্প।
ঘটনাটি কর্নাটকের (Karnataka)। এক জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশিতে গিয়ে দেখা গেল এমন তাজ্জব দৃশ্য। তদন্তকারী অফিসারদের হানায় তড়িঘড়ি টাকা লুকোতে গিয়ে জলের পাইপে টাকা লুকিয়ে রাখেন তিনি। যদিও শেষরক্ষা হয়নি। প্লাম্বার ডেকে পাইপ কাটতেই জলের মতো বেরিয়ে আসছে টাকা। ইতিমধ্যেই সেই ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে তাজ্জব নেটিজেনদের একাংশ।
কর্নাটকের কালাবুর্গির বাসিন্দা শান্তগৌড়া বেরাদরের বাড়িতে এসিবির রেড পড়ে। গোপন সূত্রে খবর পেয়েই আচমকাই তাঁর বাড়িতে হানা দেয় তদন্তকারী অফিসাররা। শিয়রে শমন বুঝেই কী করবেন বুঝতে না পেরে পাইপ লাইনের ভেতর টাকা, গয়না লুকিয়ে ফেলেন। দরজা খোলেন প্রায় মিনিট দশেক পর। ততক্ষণে তদন্তকারী অফিসারদের বুঝতে অসুবিধা হয়নি 'ডাল মে কুছ কালা হ্যায়'। অনেক খোঁজার পরও বেআইনি টাকা খুঁজতে গিয়ে কালঘাম ছুটে যায়। আচমকাই তদন্তকারী অফিসারদের ধারণা হয় জলের লাইনের পাইপে কিছু থাকতে পারে। ডাকা হয় প্লাম্বার। আর পাইপ কাটতেই চোখ ছানাবড়া। পাইপের ভেতরে জলের বদলে বেরোচ্ছে কাড়ি কাড়ি টাকা। যেন 'স্পেশাল ২৬' সিনেমার চিত্রনাট্য।