প্যাংগং সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে সমস্ত কিছু মিটমাট হওয়ার পর এবারে গালওয়ানের আংশিক সত্য স্বীকার করে নিয়েছে চীন। চীন স্বীকার করে নিয়েছে যে এই সংঘর্ষে তাদের ৪ জন সৈন্য মারা গিয়েছে। তার সাথে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে চীনের ভারতীয় দূতাবাসের থেকে। কিন্তু এই ভিডিওর জেরে আবার সোশ্যাল মিডিয়ার জনগণের রোষের মুখে আবারো পড়তে হচ্ছে চীনকে। চীনে টুইটার সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই কারণে চীনে ব্যবহার করতে হয় ওয়েবো নামক একটি ব্লগিং ওয়েবসাইট। সেখানে চীনের ভারতীয় দূতাবাসের উপরে কটুক্তিতে ভরে যাচ্ছে।
এই প্রথম চীন সরকারিভাবে স্বীকার করেছে, তাদের চার জন সেনার মৃত্যু হয়েছে। সাধারণত এরকমটা কিন্তু চীন করে না। কিন্তু, এবারে তারা বিষয়টি জানাচ্ছে। এই কারণে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি চীনের বিরুদ্ধে কটুক্তি তে ভরে যাচ্ছে। আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বীরের মর্যাদা পাচ্ছেন সেই চার সেনা জওয়ান যারা গালওয়ান সীমান্তে মারা গিয়েছেন। কিছুদিন আগে চিনের তরফ থেকে জানানো হয়েছিল, ওই সংঘর্ষে নিহত হয়েছেন তাদের ৪৫ জন কর্মী। কিন্তু এখন সকলে জানতে পারছেন এই ৪ জন সেনা জওয়ান এর কথা। ফলে স্বাভাবিকভাবেই তাদের নাম এবং সমস্ত বিষয়ে খোঁজ করার জন্য উপচে পড়ছে ভিড়। তাছাড়াও যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে তারা পড়েছেন, সেখানেও শোক পালন করা হয়েছে।