২৪ নভেম্বর, ২০২৪
দেশ

বেড়েছে ফসলের উৎপাদন, ২০২০-২১-এ কৃষিপণ্যের রপ্তানি ছুঁয়েছে ৩ লক্ষ কোটি : রাষ্ট্রপতি

আজ সংসদে শুরু হল বাজেট অধিবেশন
ramnath kovind 2 Bengali News
facebook.com/PresidentOfIndia
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৭:০১

বিগত দু’বছর ধরে সমগ্র দেশ করোনা (covid-19) অতিমারিতে জর্জরিত থাকলেও কৃষিজাত পণ্য উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে, সোমবার এমনটাই জানালেন ভারতের রাষ্ট্রপতি (president) রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। জানালেন, ২০২০-২১ ফসল বর্ষে দেশের কৃষিজাত পণ্য রপ্তানি রেকর্ড ৩ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে। সংসদে বাজেট অধিবেশনের (budget session) প্রাক্কালে সংসদভবনের দুই কক্ষের প্রতিনিধিদের সামনে রাষ্ট্রপতি ঘোষণা করলেন এই কথা।

এদিন তিনি কেন্দ্র সরকারের প্রসংশা করে বলেন, “দেশের কৃষক এবং গ্রামীণ অর্থব্যবস্থার উন্নতিসাধনের জন্য আমার সরকার অবিরাম পরিশ্রম করে চলেছে। দেশের কৃষিবিভাগকে শক্তিশালী করে তোলার জন্য আমি দেশের ক্ষুদ্র কৃষকদের সর্বোচ্চ কৃতিত্ব দিতে চাইব”।

কৃষি বিভাগে মোদী সরকারের কৃতিত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অতিমারি থাকা সত্ত্বেও ২০২০-২১ ফসল বর্ষে দেশের কৃষকেরা ৩০ কোটি টন খাদ্যশস্য এবং ৩৩ কোটি টন উদ্যানজাত পণ্য উৎপাদন করেছেন। তিনি আরও জানান, ২০২১-২২ রবিশস্য ফলন বর্ষে কৃষকদের থেকে ৪.৩৩ কোটি টন গম কিনেছে সরকার, যার ফলে লাভবান হয়েছেন দেশের প্রায় ৫০ লক্ষ কৃষক। সেইসাথে খরিফশস্য ফলন বর্ষে রেকর্ড ৯ কোটি টন ধান কৃষকদের থেকে কেনায় লাভবান হয়েছেন ১.৩০ কোটি কৃষক, জানান কোবিন্দ।

দেশে মধুর উৎপাদন নিয়ে বলতে গিয়ে এদিন রাষ্ট্রপতি বলেন, ২০১৪-১৫ ফসল বর্ষের তুলনায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশে মধুর উৎপাদন। ২০২০-২১ ফসল বর্ষে উৎপাদিত হয়েছে ১.২৫ লক্ষ টন মধু। সেইসাথে ২০১৪-১৫-র তুলনায় মধুর রপ্তানিও বেড়েছে ১০২ শতাংশ। কৃষকদের স্বার্থে কেন্দ্র সরকারের উদ্যোগ ‘কিষাণ রেল সেবা’ (kishan rail seva) নিয়েও প্রশংসা করতে শোনা যায় রাষ্ট্রপতিকে।

কেন্দ্র সরকার প্রচলিত প্রধান মন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের (PM-KISAN) প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দেশের কৃষক সম্প্রদায়ের ৮০ শতাংশই ক্ষুদ্র কৃষক। তাঁরা সবসময়ই সরকারের কাছে গুরুত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। পিএম-কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের ১১ কোটিরও বেশি কৃষক পরিবারকে ১.৮০ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ভোজ্য তেলের জন্য কেন্দ্র সরকারের চালু করা ন্যাশনাল মিশন অন এডিবেল অয়েলস, প্রধান মন্ত্রী কৃষি সিঞ্চয়ি যোজনা (PMKSY), অটল ভু-জল যোজনা এবং বৃষ্টির জল সঞ্চয়ের মতো প্রকল্পগুলিরও প্রশংসা করতে এদিন শোনা যায় রাষ্ট্রপতিকে। সেইসাথে তিনি জানান, ২০২৩ সাল ইউনাইটেড নেশন দ্বারা ‘ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস’ (International Year of Millets) ঘোষণা করায় সে বছর সরকার দেশের সকল কৃষক, স্ব-নির্ভর গোষ্ঠী, খাদ্য প্রস্তুতকারক সংস্থা এবং সাধারণ মানুষের সাথে উজ্জাপন করবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
২০ জানুয়ারি

অজ পাড়াগাঁয়ের চাষির ঘরের ছেলে আজ নামকরা ইউটিউবার

MD 360 Khalek Rahaman
২৫ নভেম্বর

শীতকালে খাদ্যতালিকায় রাখুন তিল দিয়ে প্রস্তুত বিবিধ পদ, উপকার দেখুন নিজের চোখে

Sesame seeds
৯ নভেম্বর

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-উত্তরপ্রদেশও, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩

earthquake seismometer
১২ অক্টোবর

ভারতের বিভিন্ন জায়গার কিছু বিখ্যাত মিষ্টি, যার প্রস্তুতের সহজ উপায় রইল আপনাদের জন্য

India sweets kolkata rasgulla
৫ সেপ্টেম্বর

বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

hijab india girl
৫ সেপ্টেম্বর

গলায় লাল মালা! বিয়েতে উপহার নয়, বরং সেই অর্থ যাক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে

Arya Rajendran and KM Sachin Dev 2
৪ সেপ্টেম্বর

২০২৬ সালে গঙ্গার জলবন্টন চুক্তি শেষ হ‌ওয়ার কথা

Modi hasina picture