গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। তবে এবার কিছুটা তেমনই ভয়াবহ দুর্ঘটনা। মা দুর্গার বিসর্জনের মিছিলে ঢুকে পড়ে ২০ জনকে পিষে দিল একটি গাড়ি। মৃত্যু হয়েছে ৪ জনের। আহত বহু। অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার ছত্তিশগড়ের যশপুরে স্থানীয় একটি দুর্গাপুজোর বিসর্জনের আয়োজন করা হয়েছিল। বিসর্জনের পথেই একটি গাড়ি এসে মুহুর্তেই পিষে দেয় কিছুটা লোককে। ওই মুহূর্তেই ঘটনাস্থলে মৃত্যু হয় চার জনের। এছাড়া আরও অনেকেই আহত। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক।
বিসর্জনে উপস্থিত বাকিদের তৎপরতায় অভিযুক্ত গাড়ি চালককে ধরা হয়। উত্তেজিত জনতা গাড়িটিতে আগুনও লাগিয়ে দেয়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তৎক্ষনাৎ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।